×
OffbeatVideoViral Video

অবিকল মালকিনকে নকল করে যোগাসন করছে পোষ্য কুকুর, ভাইরাল ভিডিও দেখে অবাক নেটিজেনরা

হবহু মানুষের মতো যোগাসন করে তাক লাগালো পোষ্য কুকুর, ভাইরাল ভিডিও

মনে করা হয় সারমেয় সম্পূর্ণ মানুষের মতোই কার্যকলাপ করতে পারে। যার ফলে সারমেয়দের ট্রেনিং দিয়ে তৈরী করা হয় বিভিন্ন কাজ করানোর জন্য। অনেকসময় মালিকদের দেখেই তারা সেসব কিছু শিখে নেয় অতি সহজেই। যে কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এবার ভাইরাল হলো ‘ম্যাগনাস’ নামের এক সারমেয়র শরীর চর্চার ভিডিও। কী ভাবছেন সারমেয় আবার শরীর চর্চা করে নাকি? তা নয়তো কি। যে কারণেই তো এই ভিডিও হয়েছে এমন ভাইরাল।

অবিকল মালকিনকে নকল করে যোগাসন করছে পোষ্য কুকুর, ভাইরাল ভিডিও দেখে অবাক নেটিজেনরা -

ভিডিওতে দেখা যাচ্ছে তার মালকিনের সঙ্গে একসাথে শুয়ে শরীরচর্চা করছে ম্যাগনাস। তার মালকিনের যোগা ম্যাটের পাশে সে নিজেও একটি ম্যাট নিজের মাথার সাহায্যে ঠেলে পেতেছে। এরপরে তার মালকিন যে যে যোগ ব্যায়াম গুলি করছে ঠিক সেই ভঙ্গিমায় সে যোগ ব্যায়াম গুলি করে চলেছেন। এমনকি সিট-আপ ব্যায়াম করার জন্য তার মালকিনের দুটো পা ধরে থাকতেও দেখা যায় ম্যাগনাসকে।

‘magnusthetherapydog’ নামের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে আপলোড করা হয়েছে এই ভিডিও। ভিডিওটা এখনো পর্যন্ত ২.২ মিলিয়ন ভিউস ছাড়িয়ে গেছে। সাথেই সবাই এই পোষ্য সারমেয়র ব্যায়াম দেখে বেজায় খুশি। ভিডিও দেখে এই বিষয়টি স্পষ্ট যে ম্যাগনাসকে খুব ভালোভাবে নিয়মিত ট্রেনিং দেওয়া হয়েছে। কমেন্টে নেটিজেনরা ম্যাগনাসের স্বাস্থ্যসচেতনতা ও তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা করেছেন। এই ইনস্টাগ্রাম একাউন্টে ম্যাগনাসের এমন প্রচুর ভিডিও আছে যা অনায়েসেই আপনারা দেখতে পারবেন।