শ্যামাকে ছেড়ে তৃনার সাথে অন্তরঙ্গ মুহূর্তে নিখিল, মুহূর্তে ভাইরাল ভিডিও
কৃষ্ণকলি ধারাবাহিকের নিখিল ওরফে নীল এবং খড়কুটো সিরিয়ালের গুনগুন ওরফে তৃনা এদেরকে কেই না চেনে। তাঁরা একসঙ্গে অভিনয় না করলেও তাঁদের নিজের নিজের অভিনয় দক্ষতা দিয়ে জিতে নিয়েছেন সকলের মন।
দুজনে ভিন্ন ভিন্ন সিরিয়ালে ভিন্ন চরিত্রে অভিনয় করলেও তাঁরা যে একে অপরের পরিপুরক তা তাঁদের ইন্সট্রাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যায়। কাজের ফাঁকে একে অপরের জন্য সমায় খুঁজে বের করেন তাঁরা। তা সে বাড়ির মধ্যেই হোক বা বাইরে।
কিছুদিন আগেই হাওয়ায়ে গানের সঙ্গে তালে তাল মিলিয়ে ইন্সট্রাগ্রামে রিল ভিডিও বানিয়েছেন তাঁরা। ভক্তরা ইতিমধ্যেই প্রসংসায় ভরিয়ে দিয়েছে কমেন্ট সেকশন।
সম্প্রতি তারা আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যেখানে তাঁরা একে অপরের মধ্যে দুস্টু-মিষ্টি কথপোকথন করছে। তাঁদের এই ভিডিও দেখে তাঁদের একে অপরের কেমিস্ট্রি কতখানি মজবুত তাও বোঝা যাচ্ছে।
তৃনা সাহা এবং নীল ভট্টাচার্য হলেন রিয়েল লাইফ জুটি। একাধিক জুটিদের মধ্যে তারা অন্যতম। অভিনয়ের পাশাপাশি তাঁরা তাঁদের লাভ লাইফ যে জমিয়ে উপভোগ করছেন তা আর বলার অপেক্ষা রাখে না।