×
OffbeatVideoViral Video

খোলা আকাশের নীচে প্রেম করছে দুই বিশাল আকৃতির সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Viral Video Of Snake: ইন্টারনেটে এখন সর্বদা দেখা যায় বিভিন্ন সাপের ভিডিও। কোন সাপেদের শঙ্খ লেগেছে আবার কোনো তিনটি সাপ একসাথে গাছের মধ্যে পেঁচিয়ে আছে। কোনো সাপ আবার মানুষদের সাথেও দেখা যায় খেলা করতে। তবে সম্প্রতি যে ভিডিওটি সামনে আসলো তা সত্যি সবার থেকে আলাদা। যা দেখার পরে সাপেদের (Snake) প্রেম নিয়েও ভাবতে শুরু করেছে সাধারণ মানুষরা। এমনিতেই এমন বৃষ্টির মরশুম তার মধ্যে সাপেদের প্রেম দেখে বেশ হতবাক সবাই।

খোলা আকাশের নীচে প্রেম করছে দুই বিশাল আকৃতির সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও -

একটি ভিডিওতে দেখা গেল, দুটি সাপ বেশ রোমান্টিক নাচ করছে। কী ভাবছেন সাপ আবার নাচ করতে পারে কি না? নাগ ও নাগিন একসাথে প্রেমে মেতে উঠেছে ভিডিওর মধ্যে দিয়ে। খোলা পরিবেশের মধ্যে দুটি বড়ো সাপ একে অপরকে জড়িয়ে ধরেছে। তারপরে তাদেরকে সম্পূর্ণ শরীর একে ওপরের সাথে পেঁচিয়ে ঘুরতেও দেখা গেল। তবে এটা প্রেম না লড়াই তা নিয়ে খানিক জল্পনা আছে। দেখে মনে হবে তারা যেন ভালোবাসা ব্যক্ত করছে পরস্পরের কাছে। তবে ভিডিওটির ক্যাপশনে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।

 

View this post on Instagram

 

A post shared by 🐍SNAKE WORLD🐍 (@snake._.world)

কয়েক সেকেন্ডের এই ভিডিও ভাইরাল হয়ে উঠেছে। যেখানে প্রায় লক্ষাধিক মানুষ দেখেছে এই ভিডিও। সাথেই কিছু মানুষ যেমন বলেছেন -‘দুর্দান্ত লাভ ডান্স’ আবার কিছু মানুষ বলেছেন -‘তারা লড়াই করছিলো’। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন না কি হচ্ছে। তবে প্রকৃতির বুকে এমন দুর্দান্ত একটি ব্যাপার যা অনায়েসেই কেড়ে নেবে আপনার মন। তাই আর দেরি না করে অবশ্যই দেখুন ভিডিওটি।