Viral Video : মঞ্চের উপর দুর্দান্ত কায়দায় অসাধারণ নাচ ‘সুপার হট’ মুসকান বেবির, ভাইরাল ভিডিও

হরিয়ানভি শিল্পী মুসকান বেবি (Muskan Baby) আবারো হলেন ভাইরাল (Viral)। চেনা ছন্দে তাকে দেখা গেল আবারো। ঠিকই ধরেছেন তার নাচ কার্যত একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করবে। দেশের মানুষের সামনে হরিয়ানভী নৃত্য শিল্পী হিসাবে ব্যাপক জায়গা করে নিয়েছেন তিনি। তবে এবার সরাসরি সানি লিওনি (Sunny Leone) -কে চ্যালেঞ্জ করলেন মুসকান। ভাবছেন সে এমন কি! বলা নয় এবার সানির গানে নাচ করে কার্যত হুঁশ উড়ালেন সবার।
ভিডিওতে মুসকানকে জনপ্রিয় হিন্দি গান ‘লায়লা মেয় লায়লা’ (Laila Main Laila) গানে নাচ করতে দেখা গেছে। পরনে তার নীল রঙের চিকমিকে সালোয়ার কামিজ। ওপেন স্টেজ শোর মধ্যে শুরুতেই যা দেখালেন মুসকান তা ভোলার নয়। মুসকানকে দেখলে কারেন্ট দৌড়াবে আপনার শরীরে। পাতলা কোমরের ঠুমকায় যেন রাতের ঘুম উড়েছে নেটিজেনদের। বক্ষবিভাজিকা খুবই স্পষ্ট ছিল তার।
এক্সপ্রেশন যেন সানি লিওনিকেও হার মানতে বাধ্য করবে। সাথেই আলতো করে বাঁধা চুল, দুর্দান্ত মেকআপ ও শরীরের উষ্ণতায় পূর্ণ চাহুনিতে নাচের মাধ্যমে মন কেড়ে নিয়েছে মুসকান বেবি নিমেষেই। এক্সপ্রেশনে ১০/১০ পেয়েছে সকল পুরুষদের থেকে। এত সুঠাম ফিগার যে পুরুষের ঘাম ঝরতে বাধ্য। ১ বছর আগে ‘ড্যান্সসিং স্টার‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।
এখনও পর্যন্ত ১১ হাজার মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। সাথেই প্রচুর লাইক ও কমেন্ট এসেছে মুসকান বেবির উদ্দেশ্যে। ‘হট ডান্স’ থেকে ‘ঘাম ঝরানো’, সকলেই কমেন্টে প্রশংসার ঝড় তুলেছেন। ইউটিউবের মাধ্যমে আপনি আরও ভিডিও দেখতে পাবেন মুসকানের। তবে এই ভিডিওটি কার্যত বর্তমানে সব থেকে জনপ্রিয়।