×
OffbeatVideoViral Video

Beautiful, সবুজ ঘাসের ওপর জলাশয়ের সামনে দুর্দান্ত নাচ মৌ সুন্দরীর, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

সোশ্যাল মিডিয়াতে নতুনত্ব কিছু করতে পারলেই সবার কাছে ভাইরাল হয়ে ওঠা সম্ভব। সাধারণ মানুষের নজরে একবার এসে গেলে আর পিছন ফিরে তাকাতে হয় না কাউকেই। নাম, যশ ও খ্যাতি সব কিছুই থাকে তাদের কাছে। তবে সুন্দরী মহিলার নাচ সবসময়ই নজর কাড়ে মানুষের। যেমন সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ মৌ বাংলা গানে জবরদস্ত নেচে মন মাতিয়ে তুলেছে সবার। নিশ্চয়ই জানতে চান কি ছিল সেই নাচের মধ্যে?

Beautiful, সবুজ ঘাসের ওপর জলাশয়ের সামনে দুর্দান্ত নাচ মৌ সুন্দরীর, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা -

‘Dance Star Mou’ নামের তার ইউটিউব চ্যানেল থেকে আপলোড করে ভিডিও। যেখানে খোলা পরিবেশের মধ্যে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে নাচ করেছে সে। পরনে তার গোলাপি পাড় দেওয়খ নীল রঙের শাড়ি ও গোলাপি রঙের ব্লাউজ। সাথে দুর্দান্ত মেকআপ, খোলা চুল তাতে গোঁজা হয়েছে সাদা ফুল। হাত ভর্তি চুড়ি, কপালে টিকলি যেন আরও অপূর্ব করে তুলেছে মৌয়ের নাচ। বিখ্যাত সংগীত শিল্পী রাধারমন দত্তের ‘সোনা নুপুর দিয়া পায়ে’ ধামাইল গানের মাধ্যমে নাচ করেছে যুবতী। তার প্রতিটি গানেই ফুটে ওঠে দুর্দান্ত রাধা কৃষ্ণর প্রেমের গল্প।

ইতিমধ্যেই কিছু ঘন্টার মধ্যে হাজার হাজার মানুষ দেখে নিয়েছে এই সুন্দর নাচ। সবাই আবার কমেন্ট করেছেন অহরহ। কেউ লিখেছে -‘দুর্দান্ত নাচ জাস্ট মুগ্ধ হয়ে গেলাম’। আবার অন্য একজন লিখেছে -‘এটা জাস্ট অন্য লেভেলের হয়েছে।’ আপনিও আর দেরি না করে এই ভিডিওটি দেখে নিন। তার ইউটিউব চ্যানেলে যদিও এক সে এক দুর্দান্ত নাচের ভিডিও দেখতে পাবেন।