×
VideoViral Video

মানিকে মাগে হিতে, Yohani-র গানে কোমর দুলিয়ে দুর্দান্ত নাচ মা-ছেলে জুটির, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

মায়ের সাথে সন্তানের সম্পর্ক সব থেকে সুন্দর। সে মানুষ হোক বা পশু-পাখি, মায়ের সাথে তুলনা কারোর করা সম্ভব নয়। ছেলে মেয়ে খুশির জন্যই কত কিছুই না করতে হয় মায়েদের। যেমনটা দেখা গেল একটি ইনস্টাগ্রামের ভিডিওর (Viral Video) মাধ্যমে।

মানিকে মাগে হিতে, Yohani-র গানে কোমর দুলিয়ে দুর্দান্ত নাচ মা-ছেলে জুটির, নেটদুনিয়ায় প্রশংসার ঝড় -

ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা ও একটি ছেলে ঘরের মধ্যে নাচ করছে। পরে বোঝা যাচ্ছে ছেলেটি এবং তার মা গানের তালে নাচ করছেন। কোনো প্রশিক্ষন নিয়ে বা জাঁকজমক ভাবে সেজে নাচ না করলেও মা-ছেলের এই নাচ এক মুহূর্তের জন্য ভালো লাগবেই সবার।

মানিকে মাগে হিতে, Yohani-র গানে কোমর দুলিয়ে দুর্দান্ত নাচ মা-ছেলে জুটির, নেটদুনিয়ায় প্রশংসার ঝড় -

এক সময়ের সবথেকে হিট ‘মানিকে মাগে হিতে’ (Manike Mage Hithe) গানে দেখা গেল তাদের দুজনকে সুন্দর নাচ করতে। ঘরোয়া পোশাকে পরে আছেন দুজনেই। সব থেকে পছন্দ হয়েছে নেটিজেনদের ছেলেটির মায়ের নাচ।

 

View this post on Instagram

 

A post shared by Sohan Sharma (@sohan1606sharma)

কয়েক হাজার মানুষ দেখেছেন ভিডিওটি। তার সাথেই আছে প্রচুর লাইক ও কমেন্ট। আরও বেশ কটি ভিডিও তার মায়ের সাথে দেখা যাচ্ছে যা বেশ সুন্দর ও নেটিজেনদের পছন্দের বলা যায়।