সন্তানকে বাঁচাতে লাল কোবরার সাথে তুমুল লড়াই করছে মা মুরগি, ভাইরাল ভিডিও
পৃথিবীতে হাজারও এমন ঘটনা আছে যা দেখলে বা শুনলে আমরা কখনও আনন্দ পাই অবাক কখনও কষ্ট পাই। আবার হয়তো বা কখনও আনন্দ পাই। আর সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে রীতিমত চক্ষু চড়ক গাছ সবার।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটা কোবরা সাপ একটি মুরগিকে ধরতে চেষ্টা করছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ঘরের ভিতর এক কোনে একটি মুরগি ও অন্যদিকে একটি বিশাল হালকা লাল রঙের কোবরা সাপ।
অনেকক্ষন ধরে সাপটি মুরগির উপর নজর রাখার পর সাপটি মুরগিটিকে ছোবল মারতে যায়। কিন্তু সাহসী মুরগিটি সাপের সঙ্গে লড়াই করে এবং নিজেকে বাঁচাতে সক্ষম হয়। অন্যদিকে সাপটি ভয় পেয়ে সেখান থেকে পালানোর পথ খুঁজতে থাকে।
এই ভিডিওটি থেকে একটা কথাই প্রমাণিত হল যে, শক্তি কম হলেই কখনও হেরে যেতে নেই। শত্রুর মুখোমুখি হয়ে লড়াই করার সাহস রাখতে হয়। আর তাহলেই সে শক্তিমান হওয়া সত্বেও তাকে কাবু করা খুব একটা কঠিন কাজ হয় না। মুরগিটি যেভাবে ভয় না পেয়ে ওই কোবরা সাপটির মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করে গেল তা সত্যিই অবাক করার মতো। সম্প্রীতি সাপ ও কোবরা সাপের এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।