Viral Video : অবাক কাণ্ড! মালিকের পাশে বিছানায় বসে মনের আনন্দে রিলস দেখছে বানর, তুমুল ভাইরাল ভিডিও

Viral Video : প্রাণীজগতের অন্যতম বুদ্ধিমান প্রাণীদের মধ্যে একজন হলেন বাঁদর (Monkey)। আর এবার সেই বাঁদরের কান্ড দেখেই অবাক নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) দৌলতে কোনো কিছুই আর অজানা থাকেনা মানুষের কাছে। ভালো-মন্দ সহ মানুষের যেকোনো প্রতিভার নিদর্শন মেলে এখানে। এই যেমন ধরুন কেউ তার নাচ দিয়ে, কেউবা তার আঁকা দিয়ে আবার কেউ ৮০ বছর বয়সেও বাইক নিয়ে দূর্দান্ত স্ট্যান্ট দেখিয়ে নজর কাড়েন সকলের।
তবে, শুধু মানুষেরই নয় পশু পাখির বিভিন্ন কার্যকলাপ ভাইরাল (Viral Video) হয় নেটমাধ্যমে। যা দেখে আপনাদের অবাক হতে হবেই। সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ হলেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)। বলা চলে মজাদার ও অবাক করা সব ভিডিও শেয়ার করেই তিনি ভাইরাল (Viral Video) হয়েছেন। টুইটারে তিনি প্রায়শই এমন কিছু না কিছু ভিডিও পোস্ট করে থাকেন যা দেখে অবাক হন নেটবাসী। আর এবারেও তার ব্যতিক্রম কিছু হলনা।
সম্প্রতি আনন্দ মাহিন্দ্রা নিজের টুইটার (Twitter) হ্যান্ডেলে একটি ভিডিও (Video) শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে যে, মোবাইল হাতে একটি বাঁদরকে স্ক্রল করতে দেখা যাচ্ছে। একেবারে বিছানায় বসে দিব্যি স্মার্টফোনের স্ক্রিনে স্ক্রল করে চলেছে বাঁদরটি। পাশে শুয়ে একজন মহিলা। আর তার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, বাঁদরটি তার পোষ্য। একেবারে জামা-প্যান্ট পড়ে মনের আনন্দে বিছানায় বসে একেরপর এক রিলস দেখে চলেছে।
Monkey Watch Reels Watch Full Viral Video
इस बेचारे को ऐसी ‘इंसानियत’ से बचाओ! pic.twitter.com/BdlH5SeNji (🙏🏽 @jagdishmitra )
— anand mahindra (@anandmahindra) April 7, 2023
ভিডিওটি শেয়ার করে আনন্দ মাহিন্দ্রা লিখেছেন যে, ‛এই বেচারাকে কেউ মনুষ্যত্বের হাত থেকে বাঁচাও’। আজকালকার দিনে এসব ভিডিও হামেশাই দেখা যায়। আর এই স্মার্টফোনের কারণে মানুষজন অন্য মানুষের থেকে দূরে সরে যাচ্ছে। তারা এখন সবসময় ফোনেই ব্যস্ত থাকেন। আর সেই দিকটাই আনন্দ মাহিন্দ্রা মজার ছলে দৃষ্টি আকর্ষণ করেছেন। সম্প্রতি নেটমাধ্যমে তুমুল ভাইরাল (Viral Video) এই ভিডিও।