×
Viral Video

ক্লাসরুমের মধ্যে ছাত্র ছাত্রীদের সাথে পড়াশুনা করছে বানর! রইল ভিডিও

বাঁদর ছানা সম্পূর্ণ মানুষের মতো পড়াশুনা করছে এই দৃশ্য ভাবা যায় বলুন তো? তবে এই যুগে যা ভাবা যায় না সেটাই তো প্রতিবার সোশ্যাল মিডিয়া মারফত সামনে চলে আসে। সম্প্রটি ইউটিউবের মাধ্যমে ভাইরাল (Viral) হয়েছে সম্পূর্ণ নতুনত্ব এক ভিডিও। যা সামনে আসতেই নেটিজেনদের মন গলেছে।

টুইটারে ‘দীপক মাহাতো’ নামে এক জৈনক ব্যক্তি ভিডিওটি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে স্কুলের অন্যান্য পড়ুয়ার সঙ্গে পড়তে বসেছে একটি বাঁদর। অবাক করা ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে উঠেছে। বাঁদরটি বিদ্যালয়ে ঢুকে প্রথম বেঞ্চে বসেছে। অন্যান্য পড়ুয়ার সঙ্গে বসে খাতার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে।

ক্লাসরুমের মধ্যে ছাত্র ছাত্রীদের সাথে পড়াশুনা করছে বানর! রইল ভিডিও -

খুবই মনোযোগী হয়ে বাঁদরটি পড়াশুনা করছে তা বোঝাই যাচ্ছে। এর আগেও একাধিকবার ক্লাসে ওই বাঁদর কে দেখা গিয়েছিলো। তখন লাফালাফি করলেও বর্তমানে সে পড়াশুনা করছে। আপনাদের জানিয়ে রাখি ঘটনাটি ঘরেছে ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি বিদ্যালয়ে। ভিডিওর ক্যাপশনে লেখা আছে ‘স্কুলে নতুন ছাত্র’।

সেই বাঁদর যে বিদ্যালয়ে মাঝে মধ্যেই হানা দেয় সেটা দেখে বোঝাই যাচ্ছে। হাজার হাজার ভিউজ ছাড়িয়ে গেছে। লাইক ও মজাদার কমেন্ট করেছে সাধারণ দর্শক। কেউ লিখেছে -‘নিট (NEET) ক্লিয়ার করেছে, এরপর পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল পেলে ডাক্তারি কলেজে পড়াশোনা শুরু করবে’। দ্বিতীয়জন লিখেছেন -‘মানুষের থেকেও বেশি বুদ্ধিমান এই বাঁদর’।