Viral VideoVideo

বাঁদরের বাদরামি! কটেজের টালি খুলে মাটিতে ফেলে ভাঙছে বাঁদর, ভিডিও দেখে হেসে গড়াগড়ি নেটিজেনরা

Advertisement

বাঁদরের বাদরামি দেখে হেসে খুন নেটিজেনরা। মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। আজকালকার যুগে মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া (Social Media)। ভালো-মন্দ সবকিছুই উঠে আসে এই মাধ্যম দিয়ে। মানুষের নানান কীর্তিকলাপ ভাইরাল হয় এখানে। তবে, বর্তমানে শুধু মানুষেরই নয় পশুপাখিদেরও নানান ভিডিও ভাইরাল হয়। যা দেখে অবাক হতে হবে আপনাকেও।

বাঁদরের বাদরামি! কটেজের টালি খুলে মাটিতে ফেলে ভাঙছে বাঁদর, ভিডিও দেখে হেসে গড়াগড়ি নেটিজেনরা

সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রতিনিয়ত নানান মানুষের নানান কীর্তিকলাপের ভিডিও ভাইরাল হয়। যার মধ্যে কিছু ভিডিও আমাদের হাসায়, কিছু কাঁদায় আবার কিছু ভিডিও আমাদের আতঙ্কিত করে তোলে। আবার এমন কিছু ভিডিও আমাদের সামনে চলে আসে সেগুলো বারবার প্রমান করে মানুষের মধ্যে আজও কিছু মনুষত্ব বেঁচে আছে। তবে, সম্প্রতি এমন একটি ভিডিও (Video) ভাইরাল হয়েছে যা রীতিমতো হাসির ফোয়ারা ছুটিয়েছে নেটমাধ্যমে।

বাঁদরের বাদরামি! কটেজের টালি খুলে মাটিতে ফেলে ভাঙছে বাঁদর, ভিডিও দেখে হেসে গড়াগড়ি নেটিজেনরা

বাঁদর যে দুস্টু প্রাণী সেটা আমরা সকলেই জানি। আর তাইতো এই দুস্টু প্রাণীকে কেউ বাড়িতে পোষে না। তবে, সম্প্রতি এই দুস্টু প্রাণীর কার্যকলাপ সাড়া ফেলে দিয়েছে নেটমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে যে, একটি খোলা জায়গায় কটেজের উপরে উঠেছে একটি বাঁদর (Monkey)। আর তারপর পটাপট একেরপর এক টালি নিয়ে সে নীচে ফেলে দিচ্ছে। যথারীতি টালিগুলো ভেঙেও যাচ্ছে। কিন্তু সেখানে কাউকেই দেখা যাচ্ছে না।

খুব সম্ভবত এটা কোনো পাহাড়ি এলাকা।  চারিপাশ একদমই খালি। ‛Jana Babu’ নামের এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেছেন। সম্প্রতি বাঁদরের এই মজার বাদরামির ভিডিও (Video) ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে।