VideoViral Video

Viral : গাছের ডালে ঝুলছিলো বিশালাকার কোবরা! এক লাফে মুখে করে ধরে মাটিতে আনলো নেউল, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল হয় বিভিন্ন সাপের ভিডিও। তাদের বিভিন্ন অবাক করা কীর্তি দেখে যেমন লাগে গা ছমছমে ভয় তেমনই এক প্রকার আনন্দ পাওয়া যায়। আগে সাপ দেখলেই গা শিউরে উঠতো কিংবা হাড় হিম করা সেসব ভিডিও দেখতে চাইতেন না কেউই। তবে সময় বদলেছে, সাপেদের নিয়ে চর্চা করতে শুরু করেছে সবাই। আর সে কারণেই এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অহরহ দেখা যায় এই ধরণের ভিডিও।

কিন্তু বর্তমানে যে ভিডিও ভাইরাল (Viral) হয়েছে তা সম্পূর্ণ অন্যরকম। আমরা সবাই সাপ ও নেউলের সম্পর্কর কথা শুনেছি। এই দুটি প্রাণী মুখোমুখি হওয়া মানে যুদ্ধ হবেই। কিন্তু সেই যুদ্ধ যে এই পর্যায়ে গড়াবে তা কেউ বুঝতে পারেনি। কতটা ভয়ঙ্কর সাপ ও ক্ষুদ্র নেউল তা আজ আপনারা চাক্ষুস করতে পারবেন। ভাইরাল (Viral) হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি বেশ বড়ো কোবরা সাপ (Cobra Snake) লড়াই করছে ছোট নেউলের সাথে। সে কার্যত লড়াইয়ের থেকে বাঁচতে গাছের ডালে কোনো মতে উঠে গেছে। কিন্তু নিচেই দাঁড়িয়ে ছিল সেই নেউল। সে কি আর এতো সহজে নিজের শত্রুকে ছেড়ে দেবে।

সাপের বোঝার আগেই সে হঠাৎ এক লাফ দিয়ে তার টুটি চিপে ধরলো। ব্যাস সটাং মাটিতে পরে গেল। নেউল এমনভাবে চেপে ধরেছে যে কোনোমতেই সেই সাপের ছাড়ানোর ক্ষমতা নেই। দুই প্রাণীর লড়াই যে এত ভয়ঙ্কর হতে পারে তা হয়তো স্বপ্নেও ভাবা যায় না। বিশাল সাংঘাতিক যুদ্ধ কার্যত দেখে হাড়হিম হয়ে যায়। আর এই যুদ্ধ যেন মরণ-বাঁচন যুদ্ধ ছিল দুজনের জন্যই। তাই শেষে কে জিতলো তা জানার আগ্রহ দর্শকদের থাকবেই। আপনার কি মনে হয় প্রাণের এই লড়াইয়ে কে জিতবে? ভিডিওর শেষে দেখা গেল নেউলটি মেরে দিয়েছে সেই সাপটিকে। তারপরে নিজের মুখে করে টেনে সাপটিকে সে নিয়ে যাচ্ছে।

‘ডেপুটি বন সংরক্ষক, নাসিক (পশ্চিম)’ নামের টুইটার একাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। ২০২০ সালের ভিডিও হলেও এখনও এই ভিডিওটি চর্চার কেন্দ্র বিন্দুতে আছে। কেউ লিখেছেন-‘নেউলের মাথার দুর্ধর্ষ বুদ্ধি আছে’। আবার অনেকে লিখেছেন -‘আমার এই লড়াই দেখে সত্যি ভয় লেগে গেল।’ আপনার এই লড়াই দেখে কেমন লাগলো প্রতিবেদনের শেষে মূল্যবান কমেন্ট করে জানতে ভুলবেন না।