Viral Video

ছোট গর্ত থেকে উঁকি দিচ্ছে অসংখ্য বিষধর সাপ! দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীদের, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

প্রতিনিয়তই সাপের অনেক ভিডিও ভাইরাল হয় নেট মাধ্যমে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সাপের গোটা পরিবারের ভিডিও। আজকালকার যুগে দাঁড়িয়ে প্রতিনিয়তই আমরা এমন হাজারও ঘটনার সম্মুখীন হয়ে চলছি যা আমাদের অবাক করে চলছে। আমরা ভাবি যে, এও কি করে সম্ভব? কিন্তু, পৃথিবী হল এমন একটি জায়গা যেখানে অসম্ভব বলে কিছুই নেই।

ছোট গর্ত থেকে উঁকি দিচ্ছে অসংখ্য বিষধর সাপ! দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীদের, ভাইরাল ভিডিও

আর তাই এইসব ঘটনাগুলিও সম্ভব। নিজের চোখে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করবে না। কিন্তু যারা নিজের চোখে দেখেছে তাঁদের আর এর সত্যতার ব্যাপারে জানাতে হয় না। আর সেইসব করা ঘটনাগুলিই সোশ্যাল মিডিয়ায় (Social Media) মাধ্যমে ধরা পড়ে আমাদের চোখে। সম্প্রতি একটি ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে। যেখানে সাপের গোটা পরিবারকে দেখা যাচ্ছে।

ছোট গর্ত থেকে উঁকি দিচ্ছে অসংখ্য বিষধর সাপ! দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীদের, ভাইরাল ভিডিও

মাটির মাঝখানে একটি গর্ত রয়েছে। আর সেখান থেকেই মুখ বের করে কিলবিল করছে ‛একগুচ্ছ সাপ’। কোনো সাপ গলা উচিয়ে আশেপাশ দেখছে। আবার কোনো সাপ জিভ বের করে ভয় দেখাচ্ছে। আবার কোনো সাপ এদিক ওদিক করছে। সাপের নজরের কথা কারোরই অজানা নয়। আর সেই তীক্ষ্ণ নজর দিয়ে সাপগুলো চারিদিক বেশ ভালো করে দেখে নিচ্ছে। এক মহিলা বেশ সাহসের সঙ্গেই ভিডিওটি করেছেন।

তবে, তিনি বেশ দূর থেকেই ভিডিওটি করেছেন। কিন্তু হঠাৎ করেই দেখা যায় একটি সাপ সামনের দিকে এগোতে থাকে। তৎক্ষণাৎই ওই মহিলা ভিডিওটি বন্ধ করে দেয়। সম্প্রতি সাপের এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।