Viral Video: কুকুরের মন ভালো করতে দুর্দান্ত নাচ বন্ধু পতঙ্গের, ভিডিও দেখে হতবাক নেটিজেনরা

মানুষের বিভিন্ন কার্যকলাপ এখন ভাইরাল হয় নিমেষেই। তবে শুধু মানুষ কেন যদি সোশ্যাল মিডিয়াতে দেখা পাওয়া যায় পশু ও কীট পতঙ্গের তাহলে তো আর কথাই নেই। সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে এখন ভাইরাল (Viral) ভিডিওর আতুরঘড়। যে কারণেই হামেশাই নতুনত্ব ভিডিওতে আমাদের মন মজে ওঠে। এবারও সম্প্রতি একটি সারমেয় ও এক পতঙ্গের কারসাজিতে মজে উঠেছে নেট নাগরিকরা।
‘Buitengebieden’ নামের টুইটার একাউন্টের মাধ্যমে শেয়ার করেছেন এই স্পেশাল ভিডিওটি। যেখানে দেখা যাচ্ছে একটি সারমেয় বাড়ির মেঝেতে চুপ করে মাথা নিচু করে বসে আছে। তাকে দেখলে বুঝতেই পারবেন কোনো কারণে খুবই মন খারাপ হয়েছে তার। তবে চিন্তা নেই তার বন্ধু পতঙ্গ মন খারাপের সময় হাজির হয়েছে মুখে হাসি ফোটাবে বলে।
হঠাৎ সেই পতঙ্গটি দুর্দান্ত কিছু নাচের অঙ্গভঙ্গি করলেন। সারমেয়টি বারবার তার দিকে তাকাচ্ছে আর নিজের খুশি মতো সে নেচে চলেছে। যদিও ভিডিওর মধ্যে হাসি ফোঁটাতে অক্ষম হয়েছে সেই সেই পতঙ্গ। যে কারণে ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে -‘সারমেওটি একটুও প্রভাবিত হয়নি’। ৩.৯ মিলিয়ন ভিউস ছাড়িয়ে গেছে এখনও পর্যন্ত এই ভিডিওতে।
Dog is not impressed.. 😂 pic.twitter.com/YOFZuy8gcp
— Buitengebieden (@buitengebieden) September 17, 2022
সাথেই দেড় লক্ষের কাছাকাছি লাইক ও ১৯ হাজারের বেশি রি-টুইট করেছে মানুষ। নেটিজেনদের মজাদার কমেন্টস চোখে পড়ার মতো। কেউ লিখেছেন -‘আমি তো দারুন মজা পেয়েছি নাচটা দেখে। আমার মনে হয় সারমেওটি দারুন মজা পেয়েছিলো’। দ্বিতীয়জন লিখেছেন -‘সারাদিন কাজের পরে যখন এই ভিডিওটা দেখলাম যেন এক নিমেষেই সব কষ্ট দূর হয়ে গেল’। তৃতীয় জনের বক্তব্য -‘আমার দেখা সবথেকে সুন্দর পতঙ্গ এটা’।