×
Viral Video

অবাক কাণ্ড, কেউটে সাপকে পায়ের জুতো বানিয়ে পরেছেন ব্যক্তি! ভিডিও দেখে চোখ কপালে নেটবাসীর

কেউটে সাপকে জুতো বানিয়ে পড়েছেন এক ব্যাক্তি! মুহূর্তে ভাইরাল ভিডিও। আজকের যুগে দাঁড়িয়ে ফ্যাশান নিয়ে নতুন করে বর্ণনা দেওয়ার কিছু নেই। সময়ের সঙ্গে সঙ্গে অন্য বিষয়গুলির মতো ফ্যাশানও বেড়ে চলেছে হুড়হুড়িয়ে। তবে, সম্প্রতি নেটমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে শুধু অবাক না রীতিমতো আতকে উঠবেন আপনিও। যা অনেকের কাছেই পছন্দের আবার অনেকের কাছেই অপছন্দের।

অবাক কাণ্ড, কেউটে সাপকে পায়ের জুতো বানিয়ে পরেছেন ব্যক্তি! ভিডিও দেখে চোখ কপালে নেটবাসীর -

এখনকার দিনে বিনোদনের অন্যতম একটি প্রধান মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। এখানে মানুষজন তাদের নিজ নিজ প্রতিভা তুলে ধরেন ভিডিওর মাধ্যমে। আর তারফলে তা পৌঁছে যায় পৃথিবীর আনাচে – কানাচে। আজকালকার দিনে মানুষ আগের চেয়ে অনেকটাই আধুনিক হয়েছেন। আর তাইতো ঘরের গণ্ডি পেরিয়ে তারা সমাজের কাছে নিজের প্রতিভা দিয়ে নিজেকে মেলে ধরছেন। তবে, তার মাঝেও এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা দেখে অবাক হতে হয়।

সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে যে, একজন ব্যক্তি যিনি কিনা কেউটে সাপের উঁচু ফনার মতো জুতো পরে হাঁটছেন। আর সেই জুতোই নেটিজেনদের বিভ্রান্ত করেছেন। জুতো দেখে আপনার প্রথমেই মনে হবে যে এটি বিষধর কোনো সাপ। কিন্তু আসলে তা নয়। এটি হল একটি ফ্যাশান। যদিও অনেকেই এটিকে উদ্ভব ফ্যাশান বলে থাকবেন।

‛ViralPosts’ নামের একটি টুইটার চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ভিডিওটি ৭৫ হাজার মানুষ দেখে ফেলেছেন। সম্প্রতি এই ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।