×
Viral Video

জালের মধ্যে আটকে গেছে বিষধর কোবরা, জীবনের ঝুঁকি নিয়ে সাপটির প্রাণ বাঁচালেন সহৃদয় ব্যক্তি, ভাইরাল ভিডিও

পশু-পাখিরা মুখে কথা বলতে পারে না। তবে তাদেরও কষ্ট হয় বিভিন্ন সময়ে। আর সেই কষ্ট দেখে যদি মানুষরা এগিয়ে না আসে তাহলে এই পৃথিবীতে মানুষ সবথেকে উন্নত প্রাণী হতে পারবে না। সোশ্যাল মিডিয়াতে এখন বিভিন্ন সময় সাপ উদ্ধারের মুহুর্ত ভাইরাল হয়। তেমনই এবার দেখা গেছে একটি কোবরা সাপ কোনোভাবে আটকে গেছে মাছের জালের মধ্যে। অসম্ভব ভয়ানক এই ভিডিও সম্প্রতি হয়ে উঠেছে ভাইরাল।

জালের মধ্যে আটকে গেছে বিষধর কোবরা, জীবনের ঝুঁকি নিয়ে সাপটির প্রাণ বাঁচালেন সহৃদয় ব্যক্তি, ভাইরাল ভিডিও -

জালে সাপ আটকে থাকতে দেখে সাধারণ মানুষ মির্জা মোহাম্মদ আরিফ (Mirza MD arif) নামের এক সাপ উদ্ধারকারীকে ডেকে আনেন। মির্জা এসে দেখে সাপটি জালে জড়িয়ে আছে যার ফলে খুবই কষ্ট পাচ্ছে সে। ধীরে ধীরে কাঁচি দিয়ে সেই জাল কাঁটার চেষ্টা করে। আপনাদের জানিয়ে রাখি ঘটনাটি ঘটেছে ওড়িষ্যার ভদ্রকে।

জালের মধ্যে আটকে গেছে বিষধর কোবরা, জীবনের ঝুঁকি নিয়ে সাপটির প্রাণ বাঁচালেন সহৃদয় ব্যক্তি, ভাইরাল ভিডিও -

একসময় মির্জা জাল কেঁটে সাপটিকে উদ্ধার করে। পরে একটি ব্যাগের মধ্যে ভরে নিয়ে যায়। পুকুরের মাছ খেয়ে ফেলেছিলো সাপটি যা একসময় বের করে দিতে বাধ্য হয়। মাছ ধরার সময়ই কোনোভাবে জালে জড়িয়ে যায় সাপটি। তবে মির্জা এই নিরীহ প্রাণীদের মারতে বারণ করেছেন। এই ধরণের প্রাণী দেখলে বন দপ্তর বা তার মতো উদ্ধারকারীকে খবর দিতেই বলেছেন তিনি।

তার নামেই নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ১ দিন আগে আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ৮ হাজার মানুষের মতো দেখে নিয়েছেন এই ভিডিও। সবাই কার্যত মির্জার এমন সাহসের প্রশংসায় পঞ্চমুখ। তার সাথেই তিনি প্রাণীদের জন্য যে বার্তা দিয়েছেন তার প্রশংসায় পঞ্চমুখ সকলে। দেখুন এই ভিডিওটি আর কেমন লাগলো জানান।