Viral Video

মানবিকতার নজির গড়লেন ব্যক্তি! প্রকাশ্যে রাস্তায় নিজে হাতে জল খাওয়ালেন বিষধর কোবরাকে, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

আমরা সবাই জানি জলের অপর নাম জীবন। খাবার না খেলেও চলবে, তবে জল পান না করলে কিন্তু কিছুতেই হবে না। সেই কারণেই বলা হয় ‘জল দান অর্থাৎ জীবন দান’। প্রাণ আছে মানেই জলের প্রয়োজন তার হবেই। রাস্তা ঘাটে জল চাইলে যেকোনো ব্যক্তি মানবতার খাতিরে জল দিয়ে সাহায্য করে। ঠিক তেমনই এবার এক কার্যত জীবন দানের ভিডিও ভাইরাল (Viral) হয়ে উঠেছে ইন্টারনেটে। শুধু তাই নয় কোনো ব্যক্তি নয় খোদ গোখরো সাপের জল পানের ভিডিও ঘিরে ইতি মধ্যেই তোলপাড় পরে গেছে।

মানবিকতার নজির গড়লেন ব্যক্তি! প্রকাশ্যে রাস্তায় নিজে হাতে জল খাওয়ালেন বিষধর কোবরাকে, ভাইরাল ভিডিও

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি নিজের হাতে বোতল ধরে একটি গোখরো সাপকে জল পান করিয়ে দিয়েছে। যা দেখে বেজায় নেটিজেনরা হতবাক ও আপ্লুত। ভাইরাল (Viral) হওয়া ভিডিওটিতে বোঝা যাচ্ছে রাস্তার মাঝে এমন দৃশ্য দেখে চারপাশে ব্যাপক ভিড় জমে গেছে। যে ব্যক্তি জল খাইয়ে দিচ্ছে সাপের থেকে বেশ ভালো দূরত্ব রেখেছেন।

অত্যাধিক গরমে সাপটির তৃষ্ণা পেয়ে গেছিলো। আর এই জলের ফলে প্রাণ ফিরে পেলো সেই সাপ তা বলার অপেক্ষা রাখে না। ভয় না পেয়ে এগিয়ে এসে নিজের হাতে সাপকে এইরকম ভাবে জল খাওয়ানোর চিত্র কিন্তু প্রথম সোশ্যাল মিডিয়াতে তা বলার অপেক্ষা রাখে না। তাই এই মহৎ কাজে সেই অজানা ব্যক্তির মতোই সবাইকে এগিয়ে আসতে বলেছেন তার ভিডিওর মাধ্যমে।

‘In 24 News Jharkhand’ নামের ফেসবুক পেজের মধ্যে দিয়ে ভাইরাল হয়েছে সেই ভিডিও। এই ভিডিও ইতিমধ্যেই হাজার হাজার ভিউস ছাড়িয়ে গেছে। সাথেই হাজার হাজার লাইক ও কমেন্ট করেছেন বহু মানুষ। কেউ বলেছেন -‘মানুষটির সত্যি খুব সাহস আছে’। আবার কেউ বলেছেন -‘ মানবিকতার নজির এসব মানুষদের দেখলে বোঝা যায়’। আপনার ভিডিওটি দেখে কি মনে হয় নিজের মনের কথা কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন।