×
VideoViral Video

নেই ভয়ডর! কোবরা সাপকে স্নান করাচ্ছে সাহসী যুবক, ভাইরাল ভিডিও দেখে গা শিউরে উঠল নেটিজেনদের

মাত্র ২২ সেকেন্ডের একটি ভিডিওটা দেখলে আপনি কতটা চমকে উঠবেন? নিশ্চয়ই ভাবলেন তেমন কোনো চমকে ওঠার মতো কারণ নেই আপনার। তবে ভিডিওতে যদি দেখেন একটি কোবরা সাপ (Cobra Snake) রীতিমতো মানুষের মতোই বাথরুমে স্নান করছে তাহলে নিশ্চয়ই অবাক হবেন। কি রীতিমতো অবাক হয়ে গেছেন? সোশ্যাল মিডিয়ার তো সেই কারণেই জবাব নেই। যে সম্পর্কে মানুষ ভাবতেও পারে না সেই দৃশ্য কার্যত উঠে আসে সবার সামনে।

নেই ভয়ডর! কোবরা সাপকে স্নান করাচ্ছে সাহসী যুবক, ভাইরাল ভিডিও দেখে গা শিউরে উঠল নেটিজেনদের -

ভাইরাল হওয়া ভিডিওতে সম্প্রতি এমনই অবাক করা দৃশ্য ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে বাথরুমে মগে করে জল দিয়ে দিব্যি স্নান করছে একটি কোবরা সাপ। সাপটির পাশেই সাবান, বালতি, মগ সব কিছুই রাখা আছে। ভাবছেন সাপ কিভাবে স্নান করছে। আসলে এক ব্যক্তি সাপটিকে এইভাবেই স্নান করিয়ে দিচ্ছেন।

নেই ভয়ডর! কোবরা সাপকে স্নান করাচ্ছে সাহসী যুবক, ভাইরাল ভিডিও দেখে গা শিউরে উঠল নেটিজেনদের -

নিজে হাতে মগ থেকে জল তুলে নিয়ে ভালো করে স্নান করাচ্ছেন সেই ব্যক্তি। যা দেখে কার্যত সবাই অবাক হয়ে গেছে। সবার মনে প্রশ্ন তাহলে কি সেই ব্যক্তি এই সাপটিকে নিজের বাড়িতে পোষেন? যদিও সেই প্রশ্নের উত্তর সঠিক ভাবে দেওয়া সম্ভব হয়নি। ‘Zindagi Gulzar hai’ নামের টুইটার একাউন্ট থেকে কয়েকদিন আগেই শেয়ার হয়েছে এই ভিডিও।

এখনও পর্যন্ত ২৫ হাজার ভিউজ ছাড়িয়ে গেছে। দর্শকরা দুর্দান্ত মজাদার কমেন্ট করেছেন। কেউ লিখেছেন -‘এই ব্যক্তির জীবনেের থেকে সম্পূর্ণরূপে বিশ্বাস উঠে গেছে’। দ্বিতীয়জন লিখেছেন -‘সাপটির নিশ্চয়ই ঠান্ডা লাগে না। তবে অনেকেই কিন্তু বলেছেন নিছক খেলনা সাপ ব্যবহার করেছেন শুধুমাত্র ভিডিওটা তৈরী করবে তার জন্য। এখন আপনি দেখে তবেই কমেন্ট করে জানান।