ঘুড়ির সুতো ধরে মহাকাশে উড়ে গেল যুবক! দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর, রইল ভিডিও

বাঙালির বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু সেদিন আকাশে ঘুড়ির (Kite) আধিপত্য দেখা যায়। এক সে এক রং বে রঙের ঘুড়ি কিন্তু আকাশে সেদিন দেখা যায়। যদিও এই সময়ে ঘুড়ি ওড়ানো বেশ সেকেলে হয়ে উঠেছে। তবে শুধু ভারতে নয় পৃথিবীর বিভিন্ন দেশে ঘুড়ি ওড়ানো হয়। আর সেই ঘুড়ির সাথেই যদি আপনিও উড়তে পারেন তাহলে একবার ভাবুন তো কেমন অভিজ্ঞতা হবে আপনার।
সম্প্রতি চিনে (Chaina) এমনি ঘুড়ির সাথে এক ব্যক্তিকে আকাশে উড়তে দেখা গেল। শুধু তাই নয় সেই ঘুড়ি আমাদের এখানের সাধারণ ঘুড়ির মতো এত ছোট নয়। নিজের দুহাত দিয়ে সুতো ধরে ঝুলে পড়েছেন তিনি। মাটি থেকে বেশ কয়েক মিটার উপরে উঠে পড়েছেন। আকাশে অন্য ঘুড়িগুলির সঙ্গে তাঁর উচ্চতা প্রায় সমান হয়ে গিয়েছিল। আবার কিছুক্ষণ পর সুতো ধরেই নীচে নেমে আসেন যুবক।
বিশাল বড়ো ও মোটা সুতো যুক্ত এই ঘুড়ি দেখলে বোঝা সম্ভব এটা কোনো সাধারণ ঘুড়ি নয়। আশেপাশে যে সকল ঘুড়ি উড়ছে সেগুলিও বড়ো ও একে অন্যের থেকে আলাদা ধরণের দেখতে। ঘুড়ির সুতো ধরে যুবক ১০০ ফুট উঁচুতে উঠে গিয়েছিলেন। তবে তার শরীরে বাঁধা ছিল সেফটি বেল্ট। প্রসূত বোঝাই যাচ্ছে এই ঘুড়িতে ওরবার সময় তেমন কোনো সমস্যা হবে না।
ইউটিউবে ‘south china morning post’ নামের চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। ব্যাপক মাত্রায় এই ভিডিওটি Viral হয়ে উঠেছে ইতিমধ্যেই। সবাই কার্যত ভারতেও এমন ধরণের এক ঘুড়ি ওড়ানোর প্রস্তাব দিয়েছে। ভিডিয়োর সঙ্গে আরও জানানো হয়েছে, তাঁরা ঘুড়িতে যে সুতো ব্যবহার করেন সেটি উন্নতমানের। তাই এই ধরনের কেরামতিতে দুর্ঘটনার আশঙ্কা কম।