VideoViral Video

বিশ্বের উচ্চতম রেল ব্রিজ দিয়ে ছুটলো Mahindra Bolero! দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর

Advertisement
Advertisements

একেই বিশ্বের সবথেকে উচ্চতর রেল ব্রিজ তার উপরে ট্রেনের বদলে ছুটছে গাড়ি। সম্প্রতি তার ফটো ও ভিডিও কার্যত এমনভাবেই চমকে তুলেছে সকল দর্শককে। কোনো বিদেশ নয় খোদ আমাদের দেশেই জম্মু কাশ্মীর রাজ্যে তৈরী হতে চলেছে এই রেল ব্রিজ। কাজ কিন্তু প্রায় অনেকটাই শেষ। চেনাব নদীর উপরেই প্রায় নদী থেকে ৩৫৯ মিটার উঁচুতে তৈরি হয়েছে রেলব্রিজটি। এর উচ্চতা আইফেল টাওয়ারের থেকেও ৩৫৯ মিটার লম্বা।

সম্প্রতি রেলমন্ত্রী, অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারি – ফেব্রুয়ারি থেকেই এই রুটে রেল পরিষেবা চালু করা হবে। আর তার আগে কাজ কতটা পাকা পোক্ত হয়েছে সেটা দেখার জন্যই রেল লাইনের উপর দিয়ে ছোটানো হচ্ছে মহেন্দ্রা বোলেরো। রেললাইনে ছোটানোর মত করেই বানিয়ে তোলা হয়েছিল সেই গাড়িটি।

বিশ্বের উচ্চতম রেল ব্রিজ দিয়ে ছুটলো Mahindra Bolero! দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর

ফটো ও ভিডিও টুইটারে শেয়ার করেছেন সাংবাদিক রাজেন্দ্র বি আকলেকর। তিনি ক্যাপশনে লিখছেন -“এটা একটা মাহিন্দ্রা বোলেরো গাড়ি যাকে রেল ভেহিকলে কনভার্ট করা হয়েছে এবং সেটিই প্রথম কোনও গাড়ি যা বিশ্বের দীর্ঘতম রেলব্রিজ, জম্মু ও কাশ্মীরের চেনাবে প্রথমবার চালানো হল।” ভিডিয়োই আবার রিটুইট করেছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা।

বিশ্বের উচ্চতম রেল ব্রিজ দিয়ে ছুটলো Mahindra Bolero! দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর

১৩১৫ মিটার লম্বা এই রেল ব্রিজ ২০১৭ সাল থেকে তৈরী করার কাজ শুরু হয়। এর সাথে সাথেই মহিন্দ্রা বলেরো কার্যত নজির সৃষ্টি করলো বিশ্বের উচ্চতম রেল ট্রাকের উপর চলে। এই ব্রিজের মাধ্যমে উধামপুর থেকে বারামুল্লা মোট ২৭২ কিলোমিটার পথ অতিক্রান্ত করা যাবে। সব মিলিয়ে ভারতে এই ধরণের স্থাপত্য প্রথমবারের জন্য তৈরী হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।