×
OffbeatVideoViral Video

ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানে স্কুল পোশাকে দুর্দান্ত নাচ একরত্তি মেয়ের, ভাইরাল ভিডিও

‛কাঁচা বাদাম’ (Kacha Badam)গানে নেচে সোশ্যাল মিডিয়ায় তাক লাগালো ছোট্ট খুদে। ‛বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম’, এই গানটি গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন এক সামান্য বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। ভাগ্যের জোরে একটা গানই তার জীবন বদলে দেয়। এখন বাচ্চা থেকে বুড়ো সকলের মুখে মুখেই ঘুরছে এই গানটি। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি।

পেশায় একজন বাদাম বিক্রেতা হলেও এখন তাঁর গানেই জেরেই তিনি সেলিব্রেটি সকলের কাছে। রাজ্য, দেশ পেরিয়ে এখন দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে তাঁর গান। এই মুহূর্তে দাঁড়িয়ে তাঁর গানেই সরগরম নেটপাড়া। তাঁর গান জনপ্রিয় হওয়ার পর থেকেই তাঁকে দেখার জন্য মানুষের আকুলতার শেষ নেই। তাঁর বাড়িতে ভিড় জমান সারি সারি মানুষ। এমনকি দেখা মেলে ইউটিউবারদের।

ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম' গানে স্কুল পোশাকে দুর্দান্ত নাচ একরত্তি মেয়ের, ভাইরাল ভিডিও -

সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ সকলেই এই গানে রিল ভিডিওতে তাক লাগিয়েছেন। আর এবার এই গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন ছোট্ট এক খুদে। ক্লাসের মধ্যেই হুক স্টেপে বাচ্চা মেয়েটি নেচে রীতিমতো তাক লাগিয়েছেন। Awanish Sharan নামের এক টুইটার হ্যান্ডেল ব্যবহারকারীর টুইটার থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।

ইতিমধ্যেই ভিডিওটি বহু মানুষ দেখে ফেলেছেন। এমনকি পছন্দও করেছেন। সম্প্রতি ওই খুদের নাচের ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।