×
Viral Video

ঘরের ভিতর পোষ্য কুকুরের সাথে মনের আনন্দে খেলছে খুদে বানর, তুমুল ভাইরাল ভিডিও

বাঁদর আর মানুষের কিন্তু খুব বেশি পার্থক্য নেই বললেই চলে। তাই বাঁদর যে সহজেই মানুষের কাছে পোষ মানে তা বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে এক বাঁদর কার্যত হয়ে উঠেছে চোখের মনি। ভাইরাল হওয়া সেসব ভিডিও প্রতিদিন দেখে কার্যত অবাক হয়ে যান দর্শকরা। সম্প্রতি আবারো বিখ্যাত বাঁদর বাইডেনের (Baiden) খেলা ও কাটানো কিছু মুহূর্ত ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওর মধ্যে দিয়ে।

ঘরের ভিতর পোষ্য কুকুরের সাথে মনের আনন্দে খেলছে খুদে বানর, তুমুল ভাইরাল ভিডিও -

ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে বাঁদর ছানা ও তাঁর বন্ধু সারমেয় ঘরের মধ্যে মেঝেতে শুয়ে আছে। দুজনে জবরদস্ত খেলার মধ্যে মশগুল। ক্যামেরার পিছন থেকেই দুজনকেই এক থালা খাবার দেওয়া হলো। বাঁদরের থেকে বেশি সারমেয়টি খেতে ব্যস্ত হয়ে যায়। তবে জানেন বাঁদরটি সেই সময় কি করছিলো?

ঘরের ভিতর পোষ্য কুকুরের সাথে মনের আনন্দে খেলছে খুদে বানর, তুমুল ভাইরাল ভিডিও -

বাইডেন একনাগাড়ে সারমেয়টিকে উত্তক্ত করতে দেখা গেছে। বাইডেন খাবার খাওয়ার থেকেও বেশি ছড়িয়ে দিয়েছে। কিন্তু দুই বন্ধুর এই অটুট সম্পর্ক দেখে মুগ্ধ সকলে। বাইডেন ছোট শিশুর মতো ডাইপার পড়েছিল। বেবি বাইডেনকে আগেও বিভিন্ন রকমের ভিডিওতে দেখা গেছে। সেই বাড়ির সদস্যরা তাকে সন্তানের মতো করেই লালন পালন করছে তা ভিডিও থেকে স্পষ্ট। ‘মলি মাঙ্কি’ নামের এক ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি কয়েক ঘন্টা আগে আপলোড করা হয়েছিল।

এখনও পর্যন্ত প্রচুর মানুষ দেখে নিয়েছেন এই সুন্দর ভিডিওটি। সাথেই সবাই দুর্দান্ত লাইক ও কমেন্ট করেছেন। তবে বেশিরভাগ নেটিজেনরা বলেছেন এই দুজনের খুঁনসুটি সত্যি ভালো লাগছে। তবে বাঁদর ও সারমেয়র যে সুন্দর এই সম্পর্ক তা নিয়ে সবাই মুগ্ধ। ভিডিওটি দেখে কেমন লাগলো আপনাদের তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।