Viral: উনুনের পাশে একমনে রান্না শিখছে বাঁদর ছানা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় নানারকম ভিডিও দেখা যায়। এর মধ্যে অনেক পশুপাখির ভিডিও থাকে। এর মধ্যে অনেক ভিডিও পোষা পশুপাখি নিয়ে তৈরি হয়। এগুলো দেখতে আমরা সবাই কমবেশি ভালোবাসি। বিশেষ করে যেখানে অবোলা পশুপাখি মানুষের কাছে আদর ভালবাসা পায় সেগুলো দেখলে মন ভালো হয়ে যায়। এইরকম একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে যেখানে একটি শিশু বাঁদরকে তার মানুষ মা আদর করে ঘুম পাড়াচ্ছেন।
আসলে আমরা অনেকেই পশুপাখি পুষতে পছন্দ করি। এই পোষ্যদের সঙ্গে আমাদের একটা মনের সম্পর্ক তৈরি হয়। এরা আমাদের পরিবারের একজন হয়ে যায়। এইভাবেই বাইডেন নামের একটি বাঁদরের সঙ্গে কাটানো মুহুর্ত সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে ভাগ করে নেয় মলি মংকি (Molly Monkey) নামের একটি ইউটিউব (YouTube) চ্যানেল। এই চ্যানেল থেকে আপলোড করা এই ভিডিও আজ সামনে এসেছে।
এই ভিডিওটি ভারতের বাইরের কোনো দেশের ভিডিও। এখানে দেখা যাচ্ছে একটা ছোট্ট বাঁদরছানাকে। তার মানুষ মা উনুনের সামনে বসে কিছু একটা ভাজছেন। বাইডেন মা কে ছেড়ে কোথাও যেতে রাজি নয়। সে উনুনের পাশে একটা বড়ো বাটির ওপর বসে মায়ের কাজ দেখছে।
বোঝাই যাচ্ছে এটা একটা সন্ধে বা রাতের ভিডিও। বাইডেনের আস্তে আস্তে ঘুম পাচ্ছে। মা তাকে কোলে তুলে ঘুম পাড়ান। একসময় একটা চেয়ারে কুশন পেতে তাকে শুইয়ে দেন। কিছুক্ষণ পরে দেখা যায় একদম মানুষ বাচ্চার মতো সে মুখে আঙুল দিয়ে ঘুমিয়ে গেছে।ভিডিওটা দেখে নেটিজেনরা খুবই খুশি হয়েছেন। তাঁরা বারবার কমেন্টবক্সে বলছেন যে বাইডেন খুবই কিউট।