VideoViral Video

অবাক কাণ্ড! অবিকল মানুষের মতো আঙ্গুর খাচ্ছে খুদে বানর, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

বাঁদর আর মানুষের বর্তমানে শারীরিক পার্থক্য থাকলেও হাবভাবে কিন্তু খুব বেশি পার্থক্য নেই বললেই চলে। তাই বাঁদর ও যে মানুষের কাছে পোষ মানে খুব সহজেই তা বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়াতে এখন বাঁদরের স্পেশাল কিছু ভিডিও ভাইরাল হয় প্রতিদিনের ন্যায়। সম্প্রতি আবারো বিখ্যাত বাঁদর বেবি বাইডেনের (Baiden) সুন্দর লাল আঙ্গুর (Red Grapes) খাওয়ার মুহূর্ত ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওর মধ্যে দিয়ে। যা সামনে আসতেই আবারো মানুষ ও দর্শকদের দুর্দান্ত এই ভিডিও ঘিরে শুরু হয়েছে তরজা।

অবাক কাণ্ড! অবিকল মানুষের মতো আঙ্গুর খাচ্ছে খুদে বানর, তুমুল ভাইরাল ভিডিও

ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে বাঁদর ছানা ঘরের মধ্যে একটি টেবিলের উপরে বসে আছে। টেবিলের উপরে একটা বাটিতে রাখা আছে অনেক গুলি লাল আঙ্গুর। পাশের থেকেই তার মালকিন তাকে এসে হাতে কয়েকটি লাল আঙ্গুর তুলে খেতে দিলো। প্রথম অবস্থায় বাইডেন খেতে না চাইলেও সেই আঙ্গুর টপাটপ খেতে শুরু করে দিলো। সম্পূর্ণ ছোট শিশুর মতো হাতে নিয়ে সারা টেবিল ছড়িয়ে সেই আঙ্গুর খেয়ে চলেছে।

অবাক কাণ্ড! অবিকল মানুষের মতো আঙ্গুর খাচ্ছে খুদে বানর, তুমুল ভাইরাল ভিডিও

মহিলাটি তাকে এবার একটা কমলালেবু খাওয়ার জন্য হাতে দেয়। সেটাও খোসা ছাড়িয়ে সাথে সাথেই খেতে শুরু করে। শরীরে শিশুর মতো পোশাক ও ডাইপার পড়েছে বাইডেন। বেবি বাইডেনকে আগেও বিভিন্ন রকমের ভিডিওতে দেখা গেছে। মহিলাটি তাকে সন্তানের মতো করেই লালন করছে তা ভিডিও থেকে স্পষ্ট। ‘মলি মাঙ্কি’ নামের এক ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি ঘন্টা খানেক আগেই আপলোড করা হয়েছিল।

এখনও পর্যন্ত প্রচুর মানুষ দেখে নিয়েছেন এই সুন্দর ভিডিওটি। সাথেই সবাই দুর্দান্ত লাইক ও কমেন্ট করেছেন। তবে বেশিরভাগ নেটিজেনরা বলেছেন যেন শিশুর থেকেও বেশি ভালো লাগছে তার এই খাওয়ার দৃশ্য। বাইডেনকে এখন নেট নাগরিকদের সকলেই খুব ভালোবাসেন। তবে বাঁদর ও মানুষের এই আপেক্ষিক সুন্দর একটা সম্পর্ক তা প্রতিবারই এই ভিডিও থেকে স্পষ্ট হয়ে ওঠে।