×
Viral Video

ঝুড়ির উপর বসে অবিকল মানুষের মতো খাবার খাচ্ছে বানর ছানা, ভাইরাল ভিডিও

বাঁদর ছানার সুন্দর কর্মকান্ড দেখতে এখন অভ্যাস হয়ে গেছে সব নেটিজেনদের। কারণ বাঁদরের হাবভাব অনেকটা মানুষের মতোই সেটা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি আবারো এক বাঁদর ছানার সুন্দর খেলা ও খাওয়ার মুহূর্ত ব্যাপক ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। যা সামনে আসতেই আবারো মানুষ ও দর্শকদের দুর্দান্ত এই ভিডিও ঘিরে শুরু হয়েছে তরজা।

ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে একটি বাঁদর ছানা ঘরের মধ্যে লাফালাফি করছে। তবে তার মালকিনকে জড়িয়ে ধরে দোলনায় দোল খেতেও দেখা গেছে। টেবিলের উপরে তাকে বসিয়ে দেওয়া হলো তবে সে কি বসতে চায়। সারা ঘর জুড়ে লাফালাফি করছে সে। মহিলাটি সম্পূর্ণ তাকে সন্তানের মতো করেই রেখেছে তা ভিডিও থেকে স্পষ্ট।

ঝুড়ির উপর বসে অবিকল মানুষের মতো খাবার খাচ্ছে বানর ছানা, ভাইরাল ভিডিও -

মহিলাটি নিজের হাতে একটি শাকালু কেটে দেয়। সাথে সাথেই ফলের ছোট ঝুড়ির মধ্যে বসে সেই বেবি বাইডেন সেই শাকালু খেতে থাকে। মানুষের মতোই এই বাঁদর ছানার সুন্দর পোশাক কার্যত সবাইকেই মন গলিয়ে দিয়েছে। কিউট এই বাঁদরের নাম ‘বাবি বাইডেন’। সবাই বলেছে যে কোনো শিশুর থেকেও বেশি এনজয় করছে খেলার মুহুর্ত। ‘মলি মাঙ্কি’ নামের এক ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি মাত্র কিছু ঘন্টা আগে আপলোড করা হয়েছিল।

এখনও পর্যন্ত প্রচুর মানুষ দেখে নিয়েছেন এই সুন্দর ভিডিও। সাথেই সবাই দুর্দান্ত লাইক ও কমেন্ট করেছেন। বাঁদরের এমন সুন্দর খেলার ও খাওয়ার সুন্দর মুহূর্ত দেখে ভাষা হারিয়ে ফেলেছেন সবাই। বাঁদর ও মানুষের কতটা মিল আছে সেটাও বলেছেন সকলে। ভিডিওটি দেখে কেমন লাগলো আপনার তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।