×
Viral Video

অবাক কাণ্ড! অবিকল বাচ্চা শিশুর মতো বার্গার খাচ্ছে খুদে বানর, ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

বার্গার খেতে তো সবাই বেশ পছন্দ করে থাকে। তবে ক্ষুদে বাঁদর যদি হাপুস হুপুস্ করে সম্পূর্ণ বার্গার খেয়ে ফেলে তাহলে কেমন হবে। আবারো আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ছোট বাঁদর বাইডেনের এই দুর্দান্ত খাওয়ার মুহূর্ত। এমনিতেই সোশ্যাল মিডিয়ার জন্য এই বাঁদর কার্যত এখন ব্যাপক ভাইরাল (Viral)। সবাই এই বাঁদরকে রীতিমতো নিজের বাড়িতে পুষতেও চেয়েছেন। বাইডেনের হাবভাব অনেকটা মানুষের মতোই সেটা বলার অপেক্ষা রাখে না। তাই সম্প্রতি আবারো বাইডেনের বার্গার খাওয়ার চরম মুহূর্ত ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওর মধ্যে দিয়ে।

অবাক কাণ্ড! অবিকল বাচ্চা শিশুর মতো বার্গার খাচ্ছে খুদে বানর, ঝড়ের বেগে ভাইরাল ভিডিও -

ভাইরাল হওয়া ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে, টেবিলের উপরে বসে আছে সেই বাঁদর। মালকিন ও ছোট্ট একটি এসে বসলো চেয়ারে। তাদের কাছে রাখা দুটি বার্গার। এবার ভাববেন সেই মহিলা ও ক্ষুদে মেয়ে হয়তো এই বার্গারটি খাবে। তবে না সটাং একটা বার্গার নিয়ে খেতে শুরু করে দেয় বাঁদরটি। যা দেখে কার্যত অবাক হয়ে যাওয়ার মতন পরিস্থিতি সকলের।

অবাক কাণ্ড! অবিকল বাচ্চা শিশুর মতো বার্গার খাচ্ছে খুদে বানর, ঝড়ের বেগে ভাইরাল ভিডিও -

দুই হাতে নিয়ে পুরো মানুষের মতোই আসতে আসতে পুরো বার্গারটি হাপিস করে দিলো। পাশে যদিও মেয়েটিও ওপর বার্গার খেতে দেখা গেছে। গায়ে জামা ও ডাইপার পরে দেখা গেছে বাইডেনকে। ‘মলি মাঙ্কি’ (Moly Monkey) নামের এক ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি কিছু সময় আগে আপলোড করা হয়েছিল।

এখনও পর্যন্ত প্রচুর মানুষ দেখে নিয়েছেন এই সুন্দর ভিডিওটি। সাথেই সবাই লাইক ও অসাধারণ কমেন্ট করেছেন। তবে বেশিরভাগ নেটিজেনরা বাঁদরের বার্গার খাওয়া দেখে অবাক হয়েছেন। বাঁদর ও মানুষের এই সুন্দর সম্পর্ক নিয়ে সবাই কার্যত অসাধারণ বলেছেন। ভিডিওটি দেখে কেমন লাগলো আপনার তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।