×
Viral Video

জামা-প্যান্ট পরে অবিকল বাচ্চা শিশুর মতো বসে কলা খাচ্ছে খুদে বানর, দেখে অবাক নেটবাসী

বাঁদর ছানার বিভিন্ন সুন্দর ভিডিও এখন মাঝে মধ্যেই ভাইরাল হয়। নেটিজেনরা কার্যত বাঁদর দেখতে এখন বিশেষ অভ্যস্ত। বাঁদরের হাবভাব যে অনেকটা মানুষের মতোই তা বলার অপেক্ষা রাখে না। আর এখন সোশ্যাল মিডিয়াতে এমনই কিছু অবাক করা বিষয় দেখা যায় প্রতিদিন। সম্প্রতি এক বাঁদর ছানার কলা খাওয়ার ভিডিও চমকে দিয়েছে নেটিজেনদের।

জামা-প্যান্ট পরে অবিকল বাচ্চা শিশুর মতো বসে কলা খাচ্ছে খুদে বানর, দেখে অবাক নেটবাসী -

ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে একটি বাঁদর ছানা বসে আছে ঘরের মধ্যে আর সে কপা কপ কলা খেয়ে চলেছে। সুন্দর রঙবেরঙের পোশাক পড়েছে যা দেখতে পুরো ছোট শিশুর মতো লাগছে। এক বাচ্চার মতোই পাশের থেকে এক মহিলা সেই কলা ধরে আছে ও খাইয়ে দিচ্ছে। আর সেই বাচ্চা বাঁদর কার্যত চুপ করে বসে মানুষের মতো খেয়ে চলেছে।

কিউট এই বাঁদরের নাম যদিও কয়েক সেকেন্ড ভিডিওর মধ্যে দিয়ে জানা সম্ভব হয়নি। খাওয়ার সময় তার চোখ বন্ধ হয়ে যাওয়ার মুহূর্তই সবথেকে বেশি ভালোলেগেছে নেটিজেনদের। সবাই বলেছে এক শিশুর থেকেও কার্যত সে বেশি কিউট। ‘adorable.monkey’ নামের এক ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে কয়েক সেকেন্ডের এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

 

View this post on Instagram

 

A post shared by @adorable.monkey

এখনও পর্যন্ত ৩ লক্ষ ১৮ হাজার মানুষ দেখে নিয়েছেন এই সুন্দর ভিডিও। সাথেই সবাই দুর্দান্ত লাইক ও কমেন্ট করেছেন। বাঁদরের এমন সুন্দর খাওয়ার মুহুর্ত দেখে সবার মন গলেছে। এককথায় সবাই এই ভিডিওকে বলেছে ‘মনের মতন’। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ১.৩ মিলিয়ন ফলোয়ার্স আছে এবং এই একাউন্টে এই ভিডিওর সাথেই অন্যান্য অসাধারণ কিছু ভিডিও দেখতে পাবেন। আর কেমন লাগলো আপনার তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।