প্রকৃত শিক্ষা! দৌড়ে গিয়ে জওয়ানের পা ছুঁয়ে ভক্তিভরে প্রণাম করল ছোট্ট মেয়ে, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

কয়েকদিন ধরেই ক্ষুদে একটি মেয়ে যেন ইন্টারনেটে রাজ করছে। কারণ এইটুকু বয়সেই তার শিক্ষা ও যেভাবে সে অন্যদের সম্মান দিয়েছে তা সত্যি মন ছুঁয়ে যায়। আমাদের সমাজে প্রচলিত কথা আছে -‘শিক্ষা বীজ নিজের বাড়ি।’ আদতে কথাটা সম্পূর্ণ সত্যি। কারণ একরত্তি একটি শিশু কি করবে তা শিখিয়েই দেন তার মা কিংবা বাবা। যেমন এই ছোট্ট মেয়েটির ক্ষেত্রেও এক অভিনব ব্যাপার ফুটে উঠলো ভিডিওর মাধ্যমে।
রাজনৈতিক নেতা পি. সি. মোহান তার টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিওটি আপলোড করেছেন। যেখানে দেখা গেল ছোট্ট একরত্তি মেয়ে হেঁটে দূরে দাঁড়িয়ে থাকা কিছু আর্মি অফিসারদের কাছে গেল। তাদের মধ্যে থেকেই একজন মেয়েটির গাল টিপে আদর ও করে। এখানেই শেষ নয়। ছোট্ট মেয়েটি যা করেছে তা হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। মেয়েটি সেই আর্মি অফিসারের পা ছুঁয়ে প্রণাম করে। আর যা দেখে কার্যত আবেগে ভেসেছে দেশবাসী।
Raising patriotic young minds is a duty every parent owes to this great nation.
Jai Hind 🇮🇳 pic.twitter.com/mhAjLbtOvG
— P C Mohan (@PCMohanMP) July 15, 2022
ক্যাপশনে মোহান বাবু লিখেছেন -‘ছোট থেকেই শিশুদের মনে এই ধরণের দেশ প্রেম গড়ে তোলা প্রতিটি মা-বাবার কর্তব্য’। ইতিমধ্যেই ১.৪ মিলিয়ন ভিউস ছাড়িয়েছে ভিডিওটা। তার সাথেই কেউ লিখেছে -‘এটা দেখে আমার চোখ ভিজে গেল’। আবার কেউ লিখেছে -‘কোনো কথা হবে না। মেয়েটির মা-বাবাকে কুর্নিশ জানাই। আপনিও অবশ্যই এই ভিডিওটি দেখুন আর নিজের মতামত দিন কমেন্টের মাধ্যমে।