×
VideoViral Video

পড়াশোনা বাদ দিয়ে পেটের তাগিদে ট্রেনে ঢোল বাজিয়ে গান করছে ছোট্ট মেয়ে, ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের

সম্প্রতি এক ছোট্ট মেয়ের প্রতিভা ভাইরাল হয়েছে নেটমাধ্যমে

‛ঘর আজা পরদেশী’ (Ghar Aaja Pardesi) গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছোট্ট মেয়ে। সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকালকার যুগে কোনো কিছুই আর অজানা থাকে না মানুষের কাছে। দূর দুরান্তের সবকিছুই ভাইরাল হয় নেট মাধ্যমে। আর সেখানেই উঠে আসে বহু মানুষের বহু প্রতিভার সমাহার। কেউ ভালো নাচতে পারেন, কেউ গাইতে পারেন। সম্প্রতি তেমনই এক খুদে মেয়ের প্রতিভা ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

পড়াশোনা বাদ দিয়ে পেটের তাগিদে ট্রেনে ঢোল বাজিয়ে গান করছে ছোট্ট মেয়ে, ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের -

কিন্তু এই প্রতিভার কদর করতে পারবেন কজন সেটাই হল প্রশ্ন? এখনকার দিনে বাবা-মায়েরা পড়াশোনার পাশাপাশি সন্তানের পছন্দ মতো বাড়তি কিছুও শেখান। আর তারমধ্যে নাচ, গান, আঁকা, ক্যারাটে, সুইমিং সবই থাকে। কিন্তু সকলে তো আর কপাল করে জন্মায় না। আর তাই কখনও তাদের কাছে এই নাচ, গান শৌখিনতা হিসেবে নয় বরং পয়সা উপার্জনের একমাত্র পথ হয়ে দাঁড়ায়।

পড়াশোনা বাদ দিয়ে পেটের তাগিদে ট্রেনে ঢোল বাজিয়ে গান করছে ছোট্ট মেয়ে, ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের -

সংসার চালানোর জন্য আমরা বাচ্চা-বড় অনেককেই দেখি ট্রেনে-বাসে গান গাইতে। কিন্তু সবার কন্ঠ যে, সুমধুর হয় তেমনটা নয়। কিন্তু সম্প্রতি একটি বাচ্চা মেয়ের ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যার গানের গলা শুনলে মুগ্ধ হবেন আপনিও। সেও রোজগারের স্বার্থেই ঢোল বাজিয়ে গান গাইছেন। পায়ে জোটেনি একজোড়া জুতোও। এমনকি তার পরনের পোশাকই জানান দিচ্ছে তার আর্থিক অবস্থার কথা।

বাচ্চা মেয়েটিকে দেখলে সমবেদনা ছাড়া আর কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না। যে বয়সে তার পড়াশোনা করার কথা, সকলের সঙ্গে হাসবার কথা, খেলবার কথা ঠিক সেই বয়সে পেটের দায়ে সে ট্রেনে গান গেয়ে চলেছেন। অন্যদিকে তার এই মনোবল দেখে তাকে কুর্নিশ জানাতেও হয়। সম্প্রতি ‛Sarafat +07′ নামের একটি ইউটিউব (Youtube) চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে।