Viral Video

বাড়িতে অসুস্থ বাবা! পেটের দায়ে শেষমেষ রাস্তায় শসা বিক্রি করছে মা হারা ছোট্ট খুদে, রইল ভিডিও

Advertisement
Advertisements

ছোটবেলা মানেই জড়িয়ে থাকে বিভিন্ন খেলা কিংবা পরিবারের সাথে আদরের বিভিন্ন মুহুর্ত। বড়ো হতে হতে যদিও এই নির্মম পৃথিবীর নিয়মে জীবন সম্পূর্ণ বদলে যায়। তখন পরিবার ও নিজের পেটের দায়ে সব ভুলে লেগে পরতে হয় কাজে। আমাদের দেশে শিশুশ্রম সম্পূর্ণভাবে বেআইনি। তবে রাস্তা কিংবা স্টেশনে আয়েদিন শিশুদের দিয়ে বিভিন্ন ধরণের কাজ করাতে দেখা যায়।

বাড়িতে অসুস্থ বাবা! পেটের দায়ে শেষমেষ রাস্তায় শসা বিক্রি করছে মা হারা ছোট্ট খুদে, রইল ভিডিও

তবে সংসার বাঁচাতে যখন শিশুরাই কাজে যুক্ত হয় সেটাও কি আইনের চোখে ভুল? তা হয়তো নয় কারণ এবার যে ভিডিও সামনে আসলো তা কার্যত অতীতের সব ভুল ভাঙিয়ে দেবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ৬-৭ বছরের একটি ছোট্ট মেয়ে রাস্তার পাশে বসে শশা বিক্রি করছে।

কার্যত এই ভিডিও দেখে গায়ে কাঁটা দিয়ে উঠেছে সাধারণ মানুষের। দেশের বর্তমান অবস্থা নিয়েও অনেকেই প্রশ্ন করেছেন। জানা গেছে বাড়িতে বাবা-মা দুজনেই অসুস্থ তাই অগত্যা তাকেই শশা বিক্রি করে এই সংসার চালাতে হচ্ছে। কিন্তু কতদিন সে এইভাবে চালাতে পারবে সংসার সেই প্রশ্নই উঠছে বারংবার?

 

View this post on Instagram

 

A post shared by Street Shorts (@street_shorts05)

‘street_shorts05’ নামের একটি ইনস্টাগ্রাম একাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত হাজার হাজার ভিউজ ছাড়িয়ে গেছে এই ভিডিওতে। সাথেই সবাই লাইক ও কমেন্ট করেছেন। অনেকেই ছোট্ট শিশুটিকে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছেন কমেন্টের মাধ্যমে তেমনই অনেকের চোখের কোন যে জল ভিজে উঠেছে তা স্পষ্ট।