×
Viral Video

পরনে হলুদ চুড়িদার ও লাল ওড়না, খালি গলায় ‘দুগ্গা এলো’ গান গেয়ে নাচ খুদের, ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিজের প্রতিভার প্রদর্শনীতে যুবক-যুবতী, কিশোর-কিশোরীদের সঙ্গে পাল্লা দিচ্ছে বয়স্ক থেকে খুদেরাও! আর এই ক্ষুদে প্রতিভাদের নিখুঁত প্রতিভাগুলি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশি ভাইরাল হচ্ছে। এবার তিন বছরের আরেক খুদে প্রজ্ঞা মেধা সরকারের (Pragya Medha Sarkar) আধো আধো গলায় গানের একটি দুষ্টু মিষ্টি ভিডিও ভাইরাল (Viral Video) হল সোশ্যাল মিডিয়ায়।

পরনে হলুদ চুড়িদার ও লাল ওড়না, খালি গলায় ‘দুগ্গা এলো’ গান গেয়ে নাচ খুদের, ভাইরাল ভিডিও -

সম্প্রতি ফের গান গেয়ে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিল ছোট্ট এই মেয়েটি! শারদীয়া উৎসবকে কেন্দ্র করে ছোট্ট এই মিষ্টি মেয়েটি অপূর্ব কণ্ঠে “দুগ্গা এলো” (Dugga Elo) গানটি গাইল। এমনকি কোন রকম বাদ্যযন্ত্র ছাড়া শুধুমাত্র খালি গলায় গান গেয়ে মন জয় করে নিয়েছে সে। ভিডিওটিতে তাকে হলুদ চুড়িদার, লাল ওড়না এবং মাথায় লাল হেয়ার ব্যান্ড সাজে দেখা যাচ্ছিল। আর ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই কমেন্ট বক্স প্রশংসায় ভরে গিয়েছে, সঙ্গে লাইকের সংখ্যা পড়েছে অজস্র।

তবে ছোট্ট প্রজ্ঞার শুধু গান নয় পাশাপাশি তার খুনসুটি, হাসিমজা ও সঙ্গীতশিল্পী মায়ের সঙ্গে সঙ্গে তাঁর অসাধারণ প্রেজেন্টেশন বেশ পছন্দ করছেন তাঁর ফেসবুক ইউটিউব ভিউয়ার্স। সোশ্যাল মিডিয়ায় কোন বিশেষ দিন বা বিশেষ উৎসবকে কেন্দ্র করে মাঝেমধ্যেই পারফর্ম করে থাকে এই ছোট্ট মেয়ে। কিছুদিন পূর্বে পঁচিশে ডিসেম্বরে তাকে দেখা গিয়েছিল সান্তাক্লজ সেজে পারফর্ম করতে। তবে জানা গিয়েছে যে, যেকোনো গানের শব্দ এবং সুর শুনেই গান তুলে নিতে পারে ছোট্ট প্রজ্ঞা। কিছুদিন আগেই ইরফান খান অভিনীত সিনেমা “পিকুর” গান গাইতে দেখা গিয়েছিল তাঁকে।