×
OffbeatVideoViral Video

‘টাপা টিনি’, সুন্দর সাজে কিউট এক্সপ্রেশনে বাড়ির ছাদে দুর্দান্ত নাচ খুদে কন্যার, দেখে মুগ্ধ নেটিজেনরা

মাস দুয়েক আগে 'Dance With Ayat' নামের একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে এই ভিডিও। এখনও পর্যন্ত ২৫ হাজারের বেশি ভিউস ছাড়িয়ে গেছে। যে

Little Girl Dance Video: মাত্র তিন কি সাড়ে তিন বছরের বাচ্চা একটি মেয়ের নাচ দেখে বর্তমানে নেটিজেনরা ভাসলেন আবেগে। আসলে সোশ্যাল মিডিয়া যে কখন কাকে সেলেব্রেটি করে তোলে তা বোঝা মুশকিল। সেই কারণে সবাই এখন নিজের প্রতিভা এখান দেখানোর জন্য খুবই আগ্রহী। নিত্যনতুন আমাদের সামনে এমন কেউ আসেন যাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পরিচিতি পাওয়া গেছে। এবারও ঠিক তেমনই ছোট মেয়েটির এই প্রচেষ্টার ভিডিও হয়ে উঠেছে ভাইরাল। যা পরিপূর্ণ ও প্রশিক্ষন প্রাপ্ত নাচ না বলা গেলেও এত ছোট বয়সে তার প্রচেষ্টায় হাজারো মানুষের কাছে করে তুলেছে সুন্দর।

‘টাপা টিনি', সুন্দর সাজে কিউট এক্সপ্রেশনে বাড়ির ছাদে দুর্দান্ত নাচ খুদে কন্যার, দেখে মুগ্ধ নেটিজেনরা -

ভাইরাল ভিডিওতে দেখা গেল, লাল পাড় হলুদ শাড়ি পরছে সে। সাথেই লাল লিপস্টিক, পায়ে আলতা ও নূপুর পরেছে খুদে মেয়েটি। শুধু এইটুকুই নয় হাতে লাল চুড়ি, গলায় হার, বাঁধা চুলে গোঁজা হয়েছে ফুল। ছোট্ট মেয়েটি যেন সেজে উঠেছে সাঁওতালি মহিলাদের মতো। খোলা একটি ছাদের মধ্যেই নাচ শুরু করলো সে। তার আলতো আলতো হাত-পা নাড়ানো নাচের ভঙ্গি কেড়ে নেবে দর্শক মন। বেলাশুরু (Belashuru) সিনেমার ‘টাপা টিনি’ (Tapa Tini) গানে নাচতে দেখা গেল একরত্তি কন্যাকে।

মাস দুয়েক আগে ‘Dance With Ayat’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে এই ভিডিও। এখনও পর্যন্ত ২৫ হাজারের বেশি ভিউস ছাড়িয়ে গেছে। যেখানে বেশ লাইক ও কমেন্ট এসেছে। তার সুন্দর এক্সপ্রেশন ও ছাদ জুড়ে যে সুন্দর কর্মকান্ড করেছে তার প্রশংসা করেছে সকলে। বড়ো হয়ে ভালো প্রশিক্ষন পেলে যে সে দুর্দান্ত প্রতিভাবান নৃত্য শিল্পী হয়ে উঠতে পারবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।