পরনে শাড়ি খোঁপায় ফুল, বাড়ির ছাদে ‘ফাগুনেরও মোহনায়’ গানে দুর্দান্ত নাচ লিটল কন্যার, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

‛ফাগুনেরও মোহনায়’ গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছোট্ট মিষ্টি মেয়ে।পুরুলিয়ার মেয়ে অনন্যা চক্রবর্তী তার নাচের মাধ্যমেই জয় করে নিয়েছেন অগণিত দর্শকদের মন। আজকালকার দিনে সকলেই নিজের প্রতিভাকে তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায় (Social Media) মাধ্যমে। আর সেই তালিকায় ছেলে-মেয়ে, বাচ্চা-বুড়ো কেউই বাদ যায়না। সকলেই তাদের নিজের নিজের মতোন করে প্রতিভার বিকাশ ঘটায়।
আর তাইতো ৮ থেকে ৮০ সোশ্যাল মিডিয়া সকলে ভালোবাসি এটাই এখন মূলমন্ত্র হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ‛চিত্রায়ন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে। বাড়ির ছাদের মধ্যে নিজের ভঙ্গিমায় নেচে চলেছেন ওই মিষ্টি মেয়ে। তার পরনে রয়েছে লাল-হলুদ কম্বিনেশনের শাড়ি। বিনুনি করা চুলে মাথায় ফুল দেওয়া।
ইতিমধ্যেই ভিডিওটি ৫.৬ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। এমনকি পছন্দও করেছেন ২.৫ লাখের বেশি মানুষ। পাশাপাশি অনেকেই আবার কমেন্টও করেছেন। কেউ লিখেছেন ‛খুব সুন্দর’। কেউ লিখেছেন ‛সুপার’। আবার কেউ লিখেছেন ‛এক্সিলেন্ট’। সম্প্রতি ওই বাচ্চা মেয়ের নাচের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়েছে।