Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
VideoViral Video

বলো বলো দুগ্গা এলো, আধো আধো কন্ঠে দুর্দান্ত গান গেয়ে ভাইরাল খুদে কন্যা, মুগ্ধ নেটিজেনরা

পৃথিবী বদলের সাথে সাথেই মানুষের মধ্যেও অনেক পরিবর্তন এসে গেছে। এখনকার শিশুদের জ্ঞান হলেই তাদের বিভিন্ন ধরণের জিনিস শেখান বাবা-মা। পড়াশুনার সাথে সাথেই গান, নাচ, আঁকা, আবৃতি আরও কত ধরণের জিনিসের মধ্যে তাদের যুক্ত করে দেওয়া হয়। কিন্তু মাত্র ২ কি ৩ বছরের একরত্তি শিশু যদি নিজের গলায় গান শোনায় তাহলে কতটা অবাক হবেন আপনি বলুন তো?

বলো বলো দুগ্গা এলো, আধো আধো কন্ঠে দুর্দান্ত গান গেয়ে ভাইরাল খুদে কন্যা, মুগ্ধ নেটিজেনরা

সম্প্রতি ভাইরাল (Viral) হওয়া এক ভিডিওতে দেখা গেল এক ক্ষুদে কন্যার দুর্দান্ত গান। যেখানে বছর দুই কিংবে তার থেকে বড়ো এক কন্যা চুড়িদার পরে দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে। হলুদ রঙের চুড়িদার ও সুন্দর সেজে তাকে লাগছে কিউট। আপনাদের জানিয়ে রাখি ছোট এই মেয়েটির নাম প্রজ্ঞা সরকার। ভিডিওর শুরুতেই কিছু কথা বলার পরে শুরু করলো তার গান।

বলো বলো দুগ্গা এলো, আধো আধো কন্ঠে দুর্দান্ত গান গেয়ে ভাইরাল খুদে কন্যা, মুগ্ধ নেটিজেনরা

মোনালি ঠাকুরের (Monali Thakur) পুজোর স্পেশাল বিখ্যাত গান ‘দুগ্গা এলো’ (Dugga Elo)। তিন বছর আগে এই গানটি রিলিজ হয়েছিলো। তবে এখনও পুজো মানেই এই গান প্যান্ডেলে বাজতে বাধ্য। ছোট্ট প্রজ্ঞা এবার দুর্দান্ত ভাবে সেই গান পরিবেশন করেছে। এই ছোট বয়স থেকেই তার সুর ও লয় এত ভালো তা দেখে অনেকেই কুর্নিশ জানিয়েছেন।

প্রজ্ঞার নিজের ফেসবুক পেজ থেকেই এই ভিডিওটি শেয়ার করা হয়েছিল আগের বছর পুজোর সময়। কিন্ত ভিডিওটি নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত আড়াই লাখের বেশি ভিউস ছাড়িয়ে গেছে। সবাই কার্যত এই শিশুটির প্রশংসা করেছেন। অনেকে বলেছেন এই বয়স থেকেই তাকে যদি গানের জন্য সঠিক তালিম দেওয়া হয় ভবিষ্যতে অনেক নাম করবে সে। তবে ইন্টারনেটে কিন্তু প্রজ্ঞা বেশ পরিচিত মুখ। তার মায়ের সাথে গান করে প্রথমবার ভাইরাল হয়েছিল এই ক্ষুদে শিল্পী।