×
VideoViral Video

ভয়ঙ্কর কোবরা সাপের সঙ্গে হাড্ডাহাডি লড়াইয়ে মেতেছে ছোট্ট কুকুর, ভিডিও দেখে হতবাক নেটিজেনরা

বিষধর কোবরা সাপের(Cobra Snake) সঙ্গে মশকরায় মেতেছে কুকুর (Dog)। মুহূর্তে ভাইরাল ভিডিও। আজকালকার যুগে মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া (Social Media)। ভালো-মন্দ সবকিছুই উঠে আসে এই মাধ্যম দিয়ে। এমনকি মানুষজন তাদের প্রতিভাকেও এই সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে বিশ্ব দরবারে কাছে তুলে ধরেন। আর সেই প্রতিভা যদি হয় মনোমুগ্ধকর তাহলে আর তা ভাইরাল (Viral) হতে খুব একটা বেশি সময় লাগেনা।

ভয়ঙ্কর কোবরা সাপের সঙ্গে হাড্ডাহাডি লড়াইয়ে মেতেছে ছোট্ট কুকুর, ভিডিও দেখে হতবাক নেটিজেনরা -

তবে, বর্তমানে শুধু মানুষেরই নয় পশুপাখিদেরও নানান ভিডিও ভাইরাল হয়। যা দেখে অবাক হতে হবে আপনাকেও। সম্প্রতি তেমনই একটি ভিডিও সামনে এসেছে নেট মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে একটি কুকুর বিষধর এক কোবরা সাপের উপর চেঁচিয়েই চলেছে। কোনোভাবেই সে থামছে না। বিভিন্ন দিক থেকে সাপটির উপর উচ্চস্বরে কথা বলছে।

ভয়ঙ্কর কোবরা সাপের সঙ্গে হাড্ডাহাডি লড়াইয়ে মেতেছে ছোট্ট কুকুর, ভিডিও দেখে হতবাক নেটিজেনরা -

ভিডিওটি দেখে রীতিমতোন মনে হচ্ছে যেন কুকুরটি সাপটিকে শাসন করছে। একপ্রকার এইভাবে মজার খেলায় মেতেছে কুকুরটি। তবে, সাপটিও কিন্তু রীতিমতো বেশ কয়েকবার ফোঁস করে উঠেছে। এমনকি কুকুরটিকে কামড়ানোরও চেষ্টা করেছে। যদিও সে ব্যর্থ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে এমন অনেক নিত্য নিতুন ভিডিও ধরা পড়ে। যা মানুষকে কিছু সময়ের জন্য হলেও আনন্দ দেয়।

‛Wild Cobra’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। মাত্র ৪ মাস আগের শেয়ার করা এই ভিডিওটি। সম্প্রতি সাপ ও কুকুরের এই মজার ভিডিও দাপিয়ে বেড়াচ্ছে নেটপাড়া। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি ভিডিওটি ব্যাপক ভাইরাল হবে সোশ্যাল মিডিয়ায়।