×
VideoViral Video

কুমির ভর্তি পুকুরে সাঁতার কাটছে বালক, তারপর যা ঘটল… দেখুন ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন হরেক রকম ভিডিও মুহূর্তের মধ্যেই চোখের সামনে চলে আসে। কোনো ভিডিওতে আছে নতুন কিছু শেখার তো কোনোটায় লুকিয়ে থাকে ব্যাপক ভয়। আপনাদের কুমিরের (Crocodile) নাম শুনলেই প্রথমে কোন কথাটি মনে আসে? নিশ্চয়ই ভয়ঙ্কর ও হিংস্র এই কথা ছাড়া প্রাণীটিকে ব্যক্ত করা সম্ভব নয়। কার্যত জ্যান্ত মানুষ থেকে পশু সবাইকেই খেয়ে ফেলে। তবে এবার ভয়ডরহীন এক বাচ্চা ছেলের কান্ড দেখে অবাক গোটা বিশ্ব।

কুমির ভর্তি পুকুরে সাঁতার কাটছে বালক, তারপর যা ঘটল… দেখুন ভাইরাল ভিডিও -

ছোট পুলের মধ্যে দেখা যাচ্ছে কুমিরের বাচ্চা গিদ গিদ করছে। হঠাৎই একটি বাচ্চা ছেলে সম্পূর্ণ খালি গায়ে সেই জলের মধ্যে ঝাঁপ দিলো। যা দেখেই নিশ্চয়ই আঁতকে উঠবেন আপনারা। ভিডিওতে শিশুটিকে কোনো ভয় ছাড়াই পুলে কুমিরের সঙ্গে আরামে সাঁতার কাটতে দেখা যায়।

এক সময় কুমির তার গায়ে পর্যন্ত ওঠে কিন্তু কোনোরকমের আক্রমণ করেনি। দেখলে বোঝাই যাচ্ছে কুমিরগুলি এই ছেলেটিকে খুব ভালো করে চেনে। যে কারণে জলের মধ্যে এত কুমিরের সাথে অবলীলায় খেলা করতে সক্ষম হয়েছে সেই বাচ্চা ছেলেটি। ‘criancafazendoM’ নামের একটি টুইটার একাউন্ট থেকে ভাইরাল হয়েছে এই ভিডিওটি।

এখনও পর্যন্ত ৪ লক্ষ ৯০ হাজার মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। সাথেই প্রচুর মানুষ যে ভয় পেয়েছে সেই কথা কমেন্ট বক্সে লিখেছেন। একজন লিখেছেন -‘আমি তো প্রথমে ভাবলাম অ্যানিমেশন’। অন্যজন বলেছেন -‘আমি এখনও আতঙ্কে আছি বাচ্চাটির সাহস দেখে’। আপনার কেমন লাগলো এই ভিন্ন স্বাদের ভিডিও অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।