×
VideoViral Video

ছোট্ট বাচ্চাকে ঘিরে ধরেছে একদল বাঁদর, তারপর যা হল! দেখুন ভাইরাল ভিডিও

মানুষের সাথে মানুষের বন্ধুত্ব তো অনেক দেখেছেন। শুধু তাই নয় বাড়িতে পোষ্য প্রাণীদেরকেও মানুষের মতোই প্রতিপালন করা হয়। যে কারণে ধীরে ধীরে তারা পরিবারেরই একটি অংশ হয়ে ওঠে। তবে এখন তো সোশ্যাল মিডিয়ার সময় আর যে কারণে অবাক করা জিনিস আপনি দেখতে পাবেনই তা স্পষ্ট। এই যেমন এক ক্ষুদে শিশু ও হনুমানের (Monkey) বন্ধুত্ব এবার নজর কেড়েছে ইউটিউবের মাধ্যমে।

ছোট্ট বাচ্চাকে ঘিরে ধরেছে একদল বাঁদর, তারপর যা হল! দেখুন ভাইরাল ভিডিও -

ভাইরাল (Viral) হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাচ্চা শিশু রাস্তার মধ্যে বসে বাদাম খাচ্ছিলো। হঠাৎ তার সামনে একটি হনুমান এসে হাজির হলো। সটাং সে বাচ্চাটির কাছ থেকে সেই বাদাম নিয়ে খেতে শুরু করে দিলো। অবাক করে বাচ্চাটি অবলীলায় হনুমানের দিকে তাকিয়ে আছে। যেন একফোঁটাও ভয় পায়নি হঠাৎ এমন একটা দৃশ্য দেখে।

ছোট্ট বাচ্চাকে ঘিরে ধরেছে একদল বাঁদর, তারপর যা হল! দেখুন ভাইরাল ভিডিও -

অবাক করে ধীরে ধীরে দুটি তিনটি থেকে পাঁচটি হনুমান একসাথে সেখানে জড়ো হয়ে যায়। সেই বাদাম খাওয়ার কারণেই যে এই ভিড় শুধু তাই নয়। বাচ্চাটি নিজের হাতেও হনুমানদের বাদাম দিতে থাকে। যা দেখতে সত্যি অসাধারণ লাগবে। গ্রামের এইরূপ দৃশ্য যেন শহরের নামিদামী দৃশ্যকেও হার মানাতে বাধ্য। ‘বদ্রী নারায়ণ ভদ্র’ এক জৈনক ব্যক্তি নিজের ইউটিউবের মাধ্যমে শেয়ার করেছিলেন এই ভিডিও।

বছর তিনেক আগের হলেও বর্তমানে ব্যাপক ভাইরাল হয়েছে। যে কারণে এখনও পর্যন্তই ৩.৯ কোটি ভিউস ছাড়িয়ে গেছে। সাথেই ১.৬ লক্ষ লাইক ও প্রচুর কমেন্ট আছে। বাচ্চাটির এতটুকু বয়সে যে এমন সাহস তার জন্য প্রশংসা করেছেন অনেকেই। এতগুলি হনুমান তাকে ঘিরে ধরলেও সে একফোঁটাও কাঁদেনি। বরং নিজের মতো তাদের সাথে বাদাম খেতে ও খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে। দেখুন এই দুর্দান্ত ভিডিওটি অবশ্যই দিনের শুরু হবে আপনার ভালো।