Viral Video

বিষধর সাপকে হতে নিয়ে খেলছে খুদে বালক! শিশুর সাহস দেখে হতবাক নেটবাসী, ভাইরাল ভিডিও

Advertisement

সোশ্যাল মিডিয়ার সূত্রে এখন বিভিন্ন ভিডিও আমাদের চোখের সামনে ভেসে ওঠে। অনেকেই সাপ নিয়ে খেলেছেন কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন ভিডিও দেখেছেন। বেশিরভাগ মানুষ স্মার্টফোনের মধ্যে দেখে থাকলেও চোখের সামনে দেখার সৌভাগ্য হয়নি। আসলে এখন এক সে এক সাপেদের ভিডিও ভাইরাল (Viral) হয় ইন্টারনেটে। কিন্তু এবার যে ভিডিও ভাইরাল হয়েছে তা কার্যত সব কিছুর উর্দ্ধে। যে কারণেই সেই ভিডিও দেখলে আপনার মুখ কার্যত হা হয়ে থেকে যাবে।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাচ্চা ছেলে বিশাল বড়ো ও মোটা সাপকে নিয়ে খেলছে। কোনো গল্প কথা নয় বাস্তবেই এমনটা ঘটেছে। বাড়ির দরজার সামনে সিঁড়িতে বাচ্চা ছেলেটি দাঁড়িয়ে আছে। ডান হাতে তার ধরা আছে বিশাল বড়ো সাপটি। তবে বাচ্চাটি কোনো ভ্রুখেপ নেয় এটা দেখে।

বিষধর সাপকে হতে নিয়ে খেলছে খুদে বালক! শিশুর সাহস দেখে হতবাক নেটবাসী, ভাইরাল ভিডিও

এই কান্ড দেখে রীতিমতো ভয় পেয়ে এক মহিলা বাড়ির দরজা বন্ধ করে দেন। তবে বাচ্ছাটি অকুতোভয় যে কারণে ভিডিওর মধ্যে সাপটিও তার কোন ক্ষতি করেনি। দেখলে বোঝাই যাবে সাপটি পোষা তবে এমন একটি সাপকে বাড়িতে কিভাবে পোষা হচ্ছে তা ভাবতেও পারছেন না কেউ।

‘বালাজি শঙ্কর বরসাত ব্লগ’ (Balaji Shankar Barsat Blog) নামের এক ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল কিছু মাস আগে। এখনও পর্যন্ত লাখ লাখ ভিউজ ছাড়িয়ে গেলেও সবাই খুব রাগ করেছেন। এমন একটা বাচ্চাকে মারণ খেলার মুখে ঠেলে দিয়ে একজন ভিডিও করছেন তার জন্য নিন্দা করেছেন অনেকেই। ভিডিওটি দেখে অবশ্য আপনি নিজের মতামত জানাতে পারবেন কমেন্টের মাধ্যমে।