VideoViral Video

অবাক কাণ্ড! বিশালাকার কুমিরকে পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছে খুদে বালক, মুহূর্তে ভাইরাল ভিডিও

Advertisement

একেই বলে খাল কেটে কুমির নিয়ে আসা। সত্যি সত্যি তা কুমিরই সে সন্দেহের অবকাশ নেই সম্প্রতি ভাইরাল হয়ে ওঠা ভিডিওর মাধ্যমে। মানুষের মনে কিন্তু সবসময়ই খুব ভয় থাকে। ভয় কে যে বা যারা জয় করতে পারে তারাই হয়ে ওঠে শক্তিশালী। ছোট শিশুরা খেলার ছলে কিংবা না বুঝে অনেক কিছুই করে দেয়। যেমন এর আগেও ক্ষুদে শিশুদের সোশ্যাল মিডিয়ার পর্দায় সাপ নিয়ে অজান্তে খেলতে দেখা গিয়েছিলো। তবে এবারের ভিডিও যেন অতীতের সব স্মৃতি ধুয়ে দিলো।

অবাক কাণ্ড! বিশালাকার কুমিরকে পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছে খুদে বালক, মুহূর্তে ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ৭-৮ বছরের বাচ্চা একটা ছেলে পিঠে করে একটি জ্বলজ্যান্ত কুমির নিয়ে ঘুরছে। কি শুনেই চক্ষু চরকগাছ হয়ে গেল! সেই ক্ষুদেকে দেখে মনে হচ্ছে, পিঠে কুমির নয় বরং স্কুল ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে সে। ছোট্ট শিশুটি যেভাবে আস্ত একটি কুমিরকে পিঠে করে নিয়ে যাচ্ছে তা দেখে আপনার লোম খাড়া হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়।

কিন্তু ঘটনাটি ঠিক কোথাকার তা যদিও এখনও জানা সম্ভব হয়নি। যদিও কুমিরটি এক মুহূর্তের জন্য আক্রমণ করেনি ক্ষুদেকে। কারণ আদতে বেশ ছোট আকৃতির সেই কুমির। চুপ করে ছেলেটির পিঠে চড়ে মহা আনন্দে যাচ্ছিলো। ‘earth.reel’ নামের ইনস্টাগ্রাম পেজ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

হাজার হাজার মানুষ দেখে নিয়েছে সেই দুর্দান্ত ভিডিও। সাথেই সকলে এমন একটি ভিডিও দেখে যেমন ক্ষুদে শিশুর প্রশংসা করেছে তেমনই বলেছে এই ধরণের খেলা না খেলতে, এগুলিতে প্রাণের ঝুঁকি আছে। আপনার অবশ্য কেমন লাগলো সেই ভিডিও সেটা জানাতে পারবেন নিচে কমেন্ট করে।