×
VideoViral Video

মস্ত বড় অজগরের পিঠে চেপে আপনমনে খেলছে ছোট্ট ছেলে, ভিডিও দেখে গা শিউরে উঠল নেটিজেনদের

Viral Video Of Python: পৃথিবীর ভয়ঙ্কর প্রাণী বললে সবার আগেই নাম আসবে সাপের। যে কোনো ধরণের সাপই মানুষকে ভয় দেখায়। কিন্তু এখন বিভিন্ন সময়ে ক্ষুদে বাচ্চাদের সাপেদের সঙ্গে খেলতে দেখা যায়। সমালোচোনার ঝড় ওঠে, আবার কখনও নেটিজেনরা ভালোবাসে। তবে এবার একটি হাড়হিম করা ভিডিও সবার সামনে এসেছে।

মস্ত বড় অজগরের পিঠে চেপে আপনমনে খেলছে ছোট্ট ছেলে, ভিডিও দেখে গা শিউরে উঠল নেটিজেনদের -

ভাইরাল (Viral) ভিডিওতে দেখা গেল, রাস্তার মধ্যে একটি বিশাল বড়ো অজগর সাপ (Python Snake) শুয়ে আছে। আশ্চর্যজনকভাবেই সাপটির পিছনদিকে লেজের ওপর একটি ২ কি ৩ বছরের বাচ্চা ছেলে বসে আপন মনে খেলা করছে। শুনতে অবাক লাগলেও আদতে ঠিক এমনটাই দেখা গেছে। কিন্তু লোকালয়ে এমন বিশালাকার সাপ আসলো কিভাবে? সে প্রশ্নই ঘুরছে নেটিজেনদের মনে।

মস্ত বড় অজগরের পিঠে চেপে আপনমনে খেলছে ছোট্ট ছেলে, ভিডিও দেখে গা শিউরে উঠল নেটিজেনদের -

ভিডিওতে কোনো মানুষকে দেখাও যায়নি যাতে সেই বাচ্চা ছেলে টিকে এমন মারণ খেলা থেকে উদ্ধার করতে পারে। বারবার সাপটিকে ক্যামেরার সামনে ফণা তুলতেও দেখা গেল। অজগর সাপের লেজেও প্রচন্ড জোর থাকে। যে কোনো মুহূর্তেই বাচ্চাটিকে ছুঁড়ে ফেলতে পারতো। তবে ভিডিওতে যদিও এমন কোনো ব্যাপার নজরে আসেনি।

 

View this post on Instagram

 

A post shared by Saurabh Jadhav Jadhav (@10_viper_21)

‘10_viper_21’ নামের এক ইনস্টাগ্রাম (Instagram) একাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। লক্ষ লক্ষ ভিউস ছাড়িয়ে গেলেও ভিডিওতে সমালোচনার ঝড় তুলেছেন পশু প্রেমিকরা। কেন এত বড়ো সাপ দেখেও বনকর্মী দের খবর না দিয়ে ভিডিও বানাচ্ছেন। আর কিছু লাইক ও ভিউস পেতে একটা বাচ্চা ছেলেকে ব্যবহার করেছে কনটেন্ট ক্রিয়েটর। বেশ ক্ষুব্ধ যে নেটিজেনরা তা ভালোই বোঝা যাচ্ছে।

উল্লেখ্য এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি Humppy.Com।