VideoViral Video

‘তুমি কেঁদো না মা, অফিস তো যেতেই হবে’! মা-কে সান্ত্বনা ক্ষুদে ছেলের, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

Advertisement
Advertisements

মা ছেলের মিষ্টি ভিডিওতে (Video) মনজুড়ালো নেটপাড়ার। বর্তমান সময়ে দাঁড়িয়ে মেয়েরা এখন অনেক বেশি উন্নত। তারা যেমন একদিকে সংসার সামলায় তেমনই আবার সামলায় বাইরে। কেউ ব্যবসা করেন। কেউবা আবার চাকরি করেন। বলতে গেলে প্রায় ৮০ শতাংশ মহিলারা কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত। সপ্তাহের একটা দিন বাদে প্রতিদিনই তাদের সেই কাজ নিয়ে থাকতে হয়। আর তাইতো ছুটির দিনে তাদের আনন্দ দেখে কে।

‘তুমি কেঁদো না মা, অফিস তো যেতেই হবে'! মা-কে সান্ত্বনা ক্ষুদে ছেলের, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

কিন্তু রবিবার পেরিয়েই তো আসে সোমবার। আর সেদিন আবারও একই থোর বড়ি খাড়া কাজ। তাতে যেন মেজাজ বিগড়ে যায় সকলেরই। বাড়ির লোকেদের ছেড়ে কাজে যেতে তখন কারোরই মন চায়না। আর সেই বাড়িতে যদি থাকে একটা খুদে তাহলে তো কোনো কথাই নেই। খুদেদের দুস্টু-মিষ্টি খুনসুটিতে এমনিতেই বাড়ি আনন্দে ভরে থাকে। আর সেই আনন্দ ছেড়ে কারই বা অফিস যেতে মনচায় বলুন তো?

‘তুমি কেঁদো না মা, অফিস তো যেতেই হবে'! মা-কে সান্ত্বনা ক্ষুদে ছেলের, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

আর সেই অফিস কর্মী যদি কোনো মা হন তাহলে তো কোনো কথাই নেই। সন্তানকে ছেড়ে কোন মা-ই তো চায় না বাইরে যেতে। কিন্তু উপায় থাকেনা কোনো। নিয়মেই কাছে সকলেই বাঁধা। সম্প্রতি নেট মাধ্যমে এমনই একটি ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, সন্তানকে ছেড়ে অফিস যেতে চাইছে না মা। আর তাইতো রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছে। তবে, ছোট্ট খুদে যেভাবে তার মাকে সান্ত্বনা দিচ্ছে তা দেখে অবাক হয়েছেন সকলেই।

 

View this post on Instagram

 

A post shared by Yuvansh Bhardwaj (@yuvi_bhardwaj23)

মিষ্টি ওই ভিডিওতে (Video) একদিকে মহিলাটি অফিস যাবে না তাই বাচ্চাটির কোলে পরে কান্নাকাটি করছে। কিন্ত বাচ্চাটিকে তার মাকে বলছে অফিস তো যেতেই হবে। ইয়ুভাংশ ভরদ্বাজ (Yuvansh Bhardwaj) নামে এক খুদের ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইল থেকে ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে। আসলে তার মা-বাবাই খুদের নামে এই প্রোফাইলটি বানিয়েছেন। তারপর ইয়ুভাংশয়ের নানান কীর্তি-কলাপ শেয়ার করেন নেটমাধ্যমে। সম্প্রতি মা-ছেলের এই মিষ্টি ভিডিও দেখে রীতিমতোন মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।