Viral VideoVideo

আদর করে হরিণকে চুম্বন ছোট্ট খুদের, মিষ্টি ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

Advertisement
Advertisements

ছোট শিশুর সুন্দর কর্মকান্ড দেখতে কে না ভালোবাসে বলুন তো? কার্যত সুন্দর ও বিশেষ কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ার দৌলতে ব্যাপক ভাইরাল হয়ে ওঠে। তবে শুধুই শিশু নয় তার সঙ্গেই যদি থাকে কোনো সুন্দর পশু তাহলে তো আর কোনো কথাই নেই। আর এখন সোশ্যাল মিডিয়াতে এমনই কিছু অবাক করা বিষয় কিন্তুবের আগেও সামনে এসেছিলো। সম্প্রতি এক শিশু ও তার বন্ধু হরিণ (Deer) ছানার ভিডিও চমকে দিয়েছে নেটিজেনদের।

আদর করে হরিণকে চুম্বন ছোট্ট খুদের, মিষ্টি ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে একটি ক্ষুদে শিশু ও হরিণ ছানা একসাথে দাঁড়িয়ে আছে। স্বাভাবতই মানুষের এত কাছে হরিণ ছানা আসে না কিন্তু এই ক্ষুদের সামনে সম্পূর্ণ নিজের বন্ধুর মতো সেই হরিণকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। শুধু তাই নয় আচমকাই শিশুটি, হরিণের গালে চুমু দিলো।

হরিণ ছানা যদিও মুখে কথা বলতে পারে না কিন্তু তারও যে এই ভালোবাসার ছোঁয়া ভালো লেগেছে তা বলা যায়। তাদের এমন সুন্দর ঘনিষ্ঠ সম্পর্ক দেখে স্বাভাবিকভাবেই মন ভালো হয়ে যায় নেটপাড়ার বাসিন্দাদের। অনেকেই এই ভালোবাসা কিংবা বন্ধুত্বকে ‘নিস্বার্থ’ বলে ব্যক্ত করেছেন। ‘Buitengebieden’ নামের এক টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছিল।

মাত্র ৮ সেকেন্ডের এই ভিডিও এখনও পর্যন্ত ১.৪ মিলিয়ন বেশি মানুষ দেখে নিয়েছেন। সাথেই সবাই দুর্দান্ত লাইক ও কমেন্ট করেছেন। হরিণ ও ক্ষুদে শিশুর এমন সুন্দর ভালোবাসা দেখে সবার মন গলেছে। এককথায় সবাই এই ভিডিওকে বলেছে ‘মিষ্টি ও অসাধারণ রসায়ন’। দুর্দান্ত এই ভিডিওটি কিন্তু নেটিজেনদের করে তুলেছে আবেগপ্রবন। তাই কোনোভাবেই মিস করবেন না এই ভিডিও।