×
Viral Video

অবিকল শাহরুখের স্টাইলে ৯০ দশকের জনপ্রিয় হিন্দি গানে উদ্দাম নাচ খুদে বালকের, ভাইরাল ভিডিও

আজকের দিনে অনেকেই নিজের সুপ্ত প্রতিভাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে তুলে ধরেন। কারণ এমন প্রতিভা দেখানোর জায়গা শুধুমাত্র বর্তমানে সোশ্যাল মিডিয়াতেই আছে। আর তা যদি হয় বাদশা খান অর্থাৎ শাহরুখ খানের বিখ্যাত সিনেমার গানে তাহলে তো আর কথাই নেই। তার সিনেমা ও গান গুলি যে শুধু দেশ নয় বিদেশেও ব্যাপক জনপ্রিয় তা বলার অপেক্ষা রাখে না।

অবিকল শাহরুখের স্টাইলে ৯০ দশকের জনপ্রিয় হিন্দি গানে উদ্দাম নাচ খুদে বালকের, ভাইরাল ভিডিও -

এক চাইনিজ বাচ্চা ছেলে বলিউডের বাদশা কিং খানের গানে ঘরের মধ্যে নাচ করে কার্যত সব বাঁধ ভেঙে দিয়েছে। গানের প্রতিটি কথার সাথেই তার নাচের স্টেপ কার্যত দারুণ হয়েছে। কালো ও সাদা পোশাকে দেখা মিলেছে এই ভিডিওতে। বয়স অল্প হলেও খুব ছোট বয়স থেকেই যে সে নাচ রপ্ত করে ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না।

অবিকল শাহরুখের স্টাইলে ৯০ দশকের জনপ্রিয় হিন্দি গানে উদ্দাম নাচ খুদে বালকের, ভাইরাল ভিডিও -

নিশ্চয়ই জানতে চাইছেন কোন সিনেমার গানে নাচ করেছে সেই বাচ্চা ছেলেটি। মহব্বাতে (Mohabbatein) সিনেমার ‘আঁখে খুলি (Aankhein Khuli)’ গানটিতে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। বিখ্যাত এই গানের সাথে সুন্দর এই নাচ যে কারণে ভাইরাল হতে খুব একটা সময় লাগেনি। শাহরুখের বিখ্যাত হুক স্টেপ ও দুর্দান্ত কপি করেছে ছেলেটি।

‘lucky_hang_hang’ নামের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। এখনও পর্যন্ত ৮.৩ মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেছে। সবাই এই বয়সে এমন প্রতিভার প্রশংসায় ডুবেছেন। অবশ্যই আপনার এই দুর্দান্ত ভিডিওটি দেখা উচিত তাই অবশ্যই দেখে নিন আর জানান কেমন লাগলো আপনার।