উলটপুরাণ! সামান্য কুকুরের তাড়া খেয়ে লেজ গুটিয়ে পালাল চিতাবাঘ, ভাইরাল ভিডিও
পৃথিবীতে ঘটে যাওয়া কিছুকিছু আশ্চর্য ঘটনা প্রতিনিয়তই অবাক করে চলেছে আমাদের। হাজারও এমন ঘটনার সম্মুখীন আমরা প্রতিনিয়ত হচ্চি যা দেখলে বা শুনলে আমরা কখনও আনন্দ পাই অবাক কখনও কষ্ট পাই। আর তার মধ্যে সোশ্যাল মিডিয়া হল এমন একটি জায়গা যেখানে কোনো কিছুই আর অজানা থাকেনা। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেটা।
ভালো জিনিস হোক বা খারাপ জিনিস ভাইরাল হতে খুব একটা বেশি সময় লাগে না সোশ্যাল মিডিয়ায়। বর্তমান যুগে নানান পরিবর্তন এসেছে সবকিছুর ক্ষেত্রে মানুষ যেমন উন্নত হয়েছে তেমনই উন্নত হয়েছে প্রযুক্তি।
আমরা সাধারণত জানি যে, বন্য পশুদের মধ্যে চিতাবাঘ অত্যন্ত হিংস্র প্রাণী। হিংস্র পশুদের তালিকায় প্রথম দিকেই আছে তাঁর নাম। দ্রুত শিকার ধরতে তার জুড়ি মেলা ভার। তার ভয়ে বনের অন্য প্রাণীরা রীতিমতো সিটিয়ে থাকে।
তবে, সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে রীতিমত অবাক হয়ে যাবেন আপনিও। আমরা সকলেই জানি যে চিতাবাঘ দেখলে মানুষ থেকে শুরু করে অন্য সব প্রাণীরাও দৌড়ে পালায়। কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটি চিতাবাঘ কুকুরের ভয়ে সিঁটিয়ে রয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন, এটাই হয়েছে।তবে, চিতাবাঘটি আকারে অনেকটাই ছোট। আর চিতাবাঘটিকে দেখে কুকুরটি ঘেউ ঘেউ করা শুরু করলে চিতাবাঘটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে, এই ঘটনাটি অত্যন্ত বিরল।
সম্প্রতি এই ভিডিওটি হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।