×
VideoViral Video

Video: চিতাবাঘের সঙ্গে কমোডো ড্রাগনের লড়াই হলে কে জিতবে! দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়ায়(Social Media) বিভিন্নরকম ভিডিও দেখতে পাওয়া যায়। তার মধ্যে অনেক জন্তু জানোয়ারের ভিডিও আছে। আসলে এখন বন্যজীবন(Wildlife) সাধারণ মানুষের থেকে এত দূরে সরে গেছে যে সেসব দেখার সুযোগ কেউই পান না। সেইজন্যই এই ধরনের ভিডিও সবার কাছে খুব আকর্ষণীয় মনে হয়। সেইরকম একটি ভিডিও সম্প্রতি ভাইরাল (Viral) হয়েছে যেখানে কমোডর ড্রাগনকে (Komodo Dragon) লড়াই করতে দেখা গেছে।

অয়ন মুরতাজা(Ayyan Murtaza) নামের একটা ইউটিউব (You Tube) চ্যানেল থেকেই এই ভিডিও আপলোড করা হয়েছে। ১০ সেপ্টেম্বর আপলোড করা এই ভিডিও ইতিমধ্যেই প্রায় ৩ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে একটা কমোডর ড্রাগন আর একটা চিতাবাঘ (Leopard) একে অন্যের দিকে এগিয়ে যাচ্ছে। সামনাসামনি হলে দুটো ভয়ংকর জন্তু একে অন্যর উপর ঝাঁপিয়ে পড়ে। চিতাবাঘ চোয়ালের জোর বেশ, অন্যদিকে ড্রাগনের রয়েছে ভয়ংকর বিষ। এই যুদ্ধে বেশিরভাগ ক্ষেত্রে চিতাবাঘ জেতে, কিন্তু যদি ড্রাগন তার বিষ ঢালতে পারে তাহলে পরে হলেও চিতাবাঘ মারা যায়। কমোডর ড্রাগনের ধারালো দাঁতে অসম্ভব জোর আছে। অন্যদিকে তাদের জিভে থাকে তীব্র বিষ। মে থেকে অগাস্ট তাদের মিলনের ঋতু। এইসময় মেয়েদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেতে পুরুষ ড্রাগনরা একে অন্যের সঙ্গে লড়াই করে। ভিডিওতে সেই দৃশ্যও ধরা পড়েছে।

এই ভিডিও দেখে নেটিজেনরা বিস্মিত হয়েছেন। তাঁরা অনেকে বলছেন কমোডর ড্রাগনের ভিডিও তাঁরা কমই দেখেছেন। বিভিন্ন মুহুর্তের টাইমস্ট্যাম্প দিয়ে তাঁরা প্রিয় মুহুর্তগুলিকে চিহ্নিত করেছেন।