VideoViral Video

বাথরুমের ভিতর ঢুকে পড়েছে বিশালাকার বিষধর কোবরা, উদ্ধার করতে গিয়ে ঘটলো বিপদ! ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

সোশ্যাল মিডিয়া খুললেই বর্তমানে ভাইরাল (Viral) হয়ে ওঠে বিভিন্ন ধরণের সাপের ভিডিও। তাদের বিভিন্ন অবাক করা কার্যকলাপ মন জয় হয় কিংবা লাগে চরম ভয়। সাপ (Snake) দেখলেই একটা গা ছমছমে ব্যাপার থেকেই যায় তা বলার অপেক্ষা রাখে না। তবে সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে তা অতীতের সব ভিডিওর থেকে উর্দ্ধে। এক বাড়ির বাথরুমের মধ্যে ঢুকে গেছে এক বিশাল বড়ো বিষাক্ত কোবরা সাপ (Cobra Snake)।

বাথরুমের ভিতর ঢুকে পড়েছে বিশালাকার বিষধর কোবরা, উদ্ধার করতে গিয়ে ঘটলো বিপদ! ভাইরাল ভিডিও

যে ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে তা সত্যি অন্যরকম ও ভয়ঙ্কর। ইউটিউবের মাধ্যমে আপনারা সবাই মির্জা আরিফকে নিশ্চয়ই দেখেছেন। বিভিন্ন জায়গা থেকে তিনি সাপ উদ্ধার করেন। এবারও ওড়িশার ভদ্রকের একটি বাড়ির বাথরুমে ঢুকে গেছে বিষাক্ত ও বড়ো কোবরা। ব্যাস সেখান থেকেই আতঙ্ক ছড়ায় ও মির্জার ডাক আসে। মির্জা গিয়ে সম্পূর্ণ ব্যাপারটি দেখে নিজেও অবাক হয়ে গেছেন।

বাথরুমের ভিতর ঢুকে পড়েছে বিশালাকার বিষধর কোবরা, উদ্ধার করতে গিয়ে ঘটলো বিপদ! ভাইরাল ভিডিও

উদ্ধার করতে গিয়ে কার্যত হিমশিম খায় মির্জা। কোনোভাবে সাপটিকে বাড়ির বাইরে নিয়ে আসে। তবে বারংবার ফণা তুলে এগিয়ে আসছিলো। যে কারণে মির্জা জানান সাপটি এই মুহূর্তে খুব রেগে আছে। আর এই অবস্থায় যদি কাউকে সে কামড়ে দেয় অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। শেষে তাঁকে একটি বস্তায় বেঁধে নিয়ে চলে যান মির্জা মোহাম্মদ। ‘মির্জা মহ: আরিফ’ নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল মাস ছয়েক আগে।

এখনো পর্যন্ত ৮০ হাজারের বেশি ভিউস ছাড়িয়ে গেছে। দেখে কার্যত সবাই ব্যাপক ভয় পেয়েছেন এমন একটা ভিডিও। এক নেটিজেন লিখেছেন -‘খুবই ভয়ঙ্কর’। আবার অন্য একজন লিখেছেন -‘মির্জা স্যার আপনার সত্যি খুব সাহস আছে’। তবে মির্জা জানিয়েছেন সাপ বাড়িতে ঢুকলে কখনও তাঁকে আঘাত করতে না। বরং তাদের মতো মানুষদের খবর দিলে তারা এসে উদ্ধার করে যথা স্থানে ছেড়ে দিয়ে আসবে।