×
VideoViral Video

VIDEO: বিশালাকার কিং কোবারার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে লিপ্ত বনের রাজা সিংহ, তারপর যা হল… ভাইরাল ভিডিও

Lion-King Cobra Fighting Video: সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল হয় বিভিন্ন সাপের ভিডিও। তাদের বিভিন্ন অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেটিজেনদের। আগে সাপ দেখলেই গা শিউরে উঠতো কিংবা হাড় হিম করা সেসব ভিডিও দেখতে চাইতো না কেউ। তবে সময় বদলেছে সাপেদের নিয়ে চর্চা করতে শুরু করেছে সবাই। আর সে কারণেই এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর দেখা যায় এই ধরণের ভিডিও।

ভাইরাল (Viral) হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি কিং কোবরা সাপ (King Cobra Snake) লড়াই করছে সিংহের (Lion) সাথে। বিশাল সাংঘাতিক যুদ্ধ কার্যত দেখে হাড়হিম হয়ে যায়। আর এই যুদ্ধ যেন মরণ-বাঁচন যুদ্ধ ছিল দুজনের জন্যই। তাই শেষে কে জিতলো তা জানার আগ্রহ দর্শকদের থাকলেও তা আর ভিডিওতে জানা সম্ভব হয়নি।

‘Reptile’s Story’ নামের একটি ইউটিউব একাউন্ট থেকে আপলোড করা হয়েছে এই ভিডিও। ৪ মাস আগের এই ভিডিওটি এখনো পর্যন্ত ১.৭ লক্ষ মানুষ দেখে নিয়েছে। কেউ কেউ লিখেছে -‘আমি চাই সিংহ শাবকটি জিতে যাক’। আবার অনেকে লিখেছে -‘আমার এই লড়াই দেখে সত্যি ভয় লেগে গেল’। আপনিও দেখুন এই ভিডিও আর কেমন লাগলো তা জানাতে ভুলবেন না।