নিজের হাতে করে তৃষ্ণার্ত সাপকে জল খাওয়াচ্ছেন মানবিক ব্যক্তি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

‘জল দান অর্থাৎ জীবন দান’। কারন পৃথিবীতে জলকে বোঝানো হয় জীবনের সমতুল্য হিসাবে। প্রাণ আছে মানেই জলের প্রয়োজন তার হবেই। খাদ্য গ্রহণ না করলেও জল ছাড়া একটা দিনও বাঁচতে পারে না কেউ। ঠিক তেমনই এবার এক কার্যত জীবন দানের ভিডিও ভাইরাল (Viral) হয়ে উঠেছে ইন্টারনেটে। যেখানে এক ব্যক্তিকে দেখা গেল নিজে হাতে একটি সাপকে (Snake) জল পান করিয়ে দিতে।
বোতল নয় বরং নিজের হাতে সেই ব্যক্তি সাহস করে একটি সাপকে জল পান করিয়ে দিয়েছে যা দেখে নেটিজেনরা হতবাক ও আপ্লুত। IFS সুশান্ত নন্দা তার টুইটার একাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করেছেন যা ইতি মধ্যেই কার্যত হইচই ফেলে দিয়েছে। দেখা যাচ্ছে সবুজ রঙের সরু ও লম্বা একটা সাপ গাছের ডালের মধ্যে পেঁচিয়ে আছে।
এক ব্যক্তি বোতল থেকে তার হাতে জল ঢেলে নিয়ে সেই সাপটিকে ধীরে ধীরে পান করাচ্ছেন। আর এই ভ্যাপসানি গরমে যে আবারো প্রাণ ফিরে পেলো সেই সাপ তা বলার অপেক্ষা রাখে না। ভয় না পেয়ে এগিয়ে এসে নিজের হাতে সাপকে এইরকম ভাবে জল খাওয়ানোর চিত্র কিন্তু বিরল।
Summer is approaching. Your few drops can save someone’s life. Leave some water in your garden in a container for that can mean a choice between life & death for many animals🙏 pic.twitter.com/ZSIafE4OEr
— Susanta Nanda IFS (@susantananda3) March 9, 2022
৪৯ সেকেন্ডের এই ভিডিও ইতিমধ্যেই ২১.১ হাজার ভিউস ছাড়িয়ে গেছে। সাথেই হাজার হাজার লাইক ও রি-টুইট করেছেন বহু মানুষ। কেউ বলেছেন -‘মানুষটির সত্যি খুব সাহস আছে’। আবার কেউ বলেছেন -‘এটা কি গ্রীন মাম্মা সাপ। কিন্তু দেখে তো সেটা মনে হচ্ছে না’।’ আপনার কি মনে হয়? সুন্দর এই ভিডিওটি দেখে কমেন্ট করে জানাতে ভুলবেন না।