VideoViral Video

‘Desi Girl’, শাড়ি পরে হট লুকে তুমুল নাচ সকলের প্রিয় ঝুমা বৌদির, ভাইরাল ভিডিও

Advertisement

ভোজপুরি অভিনেত্রী মোনালিসা যেন সোশ্যাল মিডিয়াতে বারংবার ফিরে আসেন আগুন ঝরানোর জন্য। ফটো হোক কিংবা ভিডিও আপলোড মানেই হিট হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই ভোজপুরি কুইন মোনালিসা (Monalisa) দর্শকদের মাঝে খুবই জনপ্রিয়। তার অভিনয়ের থেকেও ব্যক্তিগত জীবন ও হট ফটোশুটের গুরুত্ব সবথেকে বেশি। আবারো একবার দিনের শুরুতে মোনালিসার দুর্দান্ত একটি ঘাম ঝরানো নাচের ভিডিও রীতিমতো ইন্টারনেট কাঁপাচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে মোনালিসা লাল রঙের চকমকে শাড়ি ও মানানসয়ী একটি ব্রালেট পরেছেন। শুধুই নাচ নয় উষ্ণতায় পূর্ণ এক্সপ্রেশন আগুন ঝরাতে বাধ্য। নাচের মধ্যে তার বক্ষ বিভাজকা ও পেটের অনেকটা অংশ দেখা যাচ্ছে। বিখ্যাত ‘Dostana’ সিনেমার ‘Desi Girl’ গানের মাধ্যমে নিজের নাচ দেখিয়েছেন মোনালিসা। দেখে মনে হচ্ছে মোনালিসার যৌবন যেন হাতছানি দিয়ে কিছু বলতে চাইছে সকলকে।

ভিডিওর ক্যাপশনের মাধ্যমে নায়িকা জানিয়েছেন -‘এই গানটি ইনস্টাগ্রাম ফ্যামিলি আমাকে সাজেস্ট করেছিলেন নাচ দেখানোর জন্য’। এমনভাবে যে তিনি উষ্ণতা বাড়াবেন সেটা ভাবেননি অনেকেই। অল্প সময়ের মধ্যেই ১ লক্ষ ১৫ হাজারের বেশি মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। আর নেটিজেনরা কমেন্টে লিখেছেন -‘আমার সবথেকে প্রিয় নাচ’ আবার কেউ লিখেছে -‘আগুন ঝরিয়ে দিলে এক ঠুমকাতেই’।

বর্তমানে ৫.৩ মিলিয়ন ফলোয়ার্স আছে তার ইনস্টাগ্রামে। ৪০ বছরের এই নায়িকা আদতে কিন্তু বাঙালি। তাঁর আসল নাম ‘অন্তরা বিশ্বাস’। ‘বিগ বস ১০’, ‘নাচবালিয়ে ৮’ মতো রিয়ালিটি শো ও ‘নজর ১ ও ২’ ধারাবাহিকে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি। ২০১৮ সালে ‘দুপুরের ঠাকুরপো’ দ্বিতীয় সিজনে লাস্যময়ী ‘ঝুমা বৌদির’ চরিত্রে দেখা যায় তাঁকে। সেখান থেকেই যে বাঙালিদের মনেও মোনালিসার জন্য বিশেষ জায়গা তৈরী হয়েছে এ কথা সত্য।