ছোট বাচ্চাকে পেঁচিয়ে ধরেছে বিশালাকার পাইথন, তারপর যা হল! ভাইরাল ভিডিও দেখে হাড়হিম নেটিজেনদের
এবার যে ভিডিও ভাইরাল হয়েছে তা কার্যত সব কিছুর উর্দ্ধে। যে কারণেই সেই ভিডিও দেখলে আপনার হাড়হিম হয়ে যাবেই।

বিশাল এক পাইথন সাপকে দেখেছেন নিজের চোখের সামনে? না সোশ্যাল মিডিয়ার সূত্রে হয়তো অনেকেই দেখেছেন তবে চোখের সামনে দেখার সৌভাগ্য হয়নি। আসলে এখন এক সে এক সাপেদের ভিডিও ভাইরাল (Viral) হয় ইন্টারনেটে। কিন্তু এবার যে ভিডিও ভাইরাল হয়েছে তা কার্যত সব কিছুর উর্দ্ধে। যে কারণেই সেই ভিডিও দেখলে আপনার হাড়হিম হয়ে যাবেই।
ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাচ্চা ছেলে বিশাল বড়ো পাইথন সাপকে নিয়ে খেলছে। কোনো গল্প কথা নয় বাস্তবেই এমনটা ঘটেছে। বাড়ির উঠোনে কার্যত এই সাপের শরীরের উপরে বাচ্চাটিকে শুয়ে থাকতে দেখা গেছে। একসময় লেজ ও মাথা ধরে টানতেও দেখা যাচ্ছে তাকে।
অবাক করে সাপটি কিন্তু পুরোপুরি শান্ত হয়ে সেই খেলার সাথে তাল মিলিয়েছে। ছেলেটি সাপের মুখ হাতে ধরে ঘুরিয়ে দেয়। দেখলে বোঝাই যাবে সাপটি পোষা তবে এমন একটি সাপকে বাড়িতে কিভাবে পোষা হচ্ছে তা ভাবতেও পারছেন না কেউ।
ডেইলি মেল’ নামের এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি ২০১৯ সালে আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত হাজার হাজার ভিউজ ছাড়িয়ে গেলেও নেটিজেনদের একাংশ বিশাল চটেছেন। এমন একটা বাচ্চাকে মারণ খেলার মুখে ঠেলে দিয়ে একজন ভিডিও করছেন তার জন্য নিন্দা করেছেন অনেকেই। লোকালয়ে এমন একটা প্রাণী কি করে আসলো তার হদিশ পাচ্ছেন না কেউই। আপনি দেখুন এই ভিডিওটি আর জানান কেমন লাগলো আপনার।