VideoViral Video

উরফির পুরুষ সংস্করণ! ঠান্ডা ঠান্ডা কুলফি দিয়ে অদ্ভুত সাজ যুবকের, ভিডিও দেখে অবাক নেটবাসী

Advertisement
Advertisements

এ যেন উরফি জাভেদের (Urfi Javed) পুরুষ সংস্করণ! অদ্ভুত সাজে যুবকের ভিডিও (Video) দেখে তাজ্জব নেটিজেনরা। আজকালকারদিনে সোশ্যাল মিডিয়া (Social Media) সকলের জীবনে গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। এখানে একদিকে যেমন রয়েছে বিনোদন তেমনই অন্যদিকে রয়েছে টাকা উপার্জনের সুযোগ। আর তাইতো মানুষজন এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোটাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন।

উরফির পুরুষ সংস্করণ! ঠান্ডা ঠান্ডা কুলফি দিয়ে অদ্ভুত সাজ যুবকের, ভিডিও দেখে অবাক নেটবাসী

যেখানে নাচ, গান, মজার ভিডিও সহ হরেক রকম কেরামতি দেখিয়ে মানুষ ভাইরাল (Viral) হয়। আর তাতে হুড়হুড়িয়ে বাড়ে লাইক-কমেন্ট সহ ভিউয়ার্সের সংখ্যা। যত বেশি ভিউ তত বেশি পয়সা। তবে, সম্প্রতি এবার মুম্বাইয়ের উরফির (Urfi Javed) পুরুষ সংস্করণের খোঁজ মিললো কলকাতায়। তবে, এই প্রথম নয়। এর আগেও এমন অদ্ভুত ফ্যাশানের নজির মিলেছে নেটদুনিয়ায়। যেখানে দিল্লির (Delhi) মেট্রোতে এক তরুণীকে অন্তর্বাস ও শর্ট স্কার্ট পরা অবস্থায় দেখা গিয়েছিল।

উরফির পুরুষ সংস্করণ! ঠান্ডা ঠান্ডা কুলফি দিয়ে অদ্ভুত সাজ যুবকের, ভিডিও দেখে অবাক নেটবাসী

আর সেই নিয়ে কম চর্চা হয়নি। তবে, এবার এক যুবককে দেখা গেল কুলফি পরে স্টাইল করতে। যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। ওই যুবককে দেখা গিয়েছে শরীরে কুলফি পরে থাকতে। আবার কুলফি হাতে নিয়ে খেতেও দেখা গিয়েছে। তবে, এটাই প্রথম নয় এর আগেও এই যুবককে কখনও লঙ্কা পরে আবার কখনও খবরের কাগজ পরে ভাইরাল (Viral) হতে দেখা গিয়েছে। তার সাজপোশাক উরফির মতোন।

 

View this post on Instagram

 

A post shared by Tiktoker Tharun (@tik_toker_tharun)

‛tik_toker_tharun’ নামের এক ব্যক্তির ইনস্টাগ্রাম (Instagram) পেজ থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, ওই তরুণের বক্ষদেশে রয়েছে দুটি কুলফি। সঙ্গে হাতে ধরে রয়েছেন দুটি কুলফি। আর নীচে রয়েছে কাগজ। আর এই অবস্থায়ই তিনি রীতিমতো ক্যামেরার সামনে ফ্যাশান করে চলেছেন। যা দেখে রীতিমতো হাসির রোল উঠেছে নেটমাধ্যমে। কেউ কেউ তাকে দেখে ঠাট্টা করেছেন। আবার কেউ নানান মন্তব্য করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল ওই যুবকের ভিডিও।